নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির ‘গভীর উদ্বেগ’ জানাতেই এই তলব করা হয়েছে বলে জানিয়েছে ভারত।
বুধবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিএম) বি শ্যামের সঙ্গে বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান তুলে ধরা হয় বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে তারা উদ্বিগ্ন। বিশেষ করে কিছু চরমপন্থী গোষ্ঠী ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেছে—এ বিষয়টি বাংলাদেশের হাইকমিশনারের দৃষ্টিতে আনা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশে সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে কিছু ‘চরমপন্থী মহল’ ভুয়া বয়ান তৈরির চেষ্টা করছে, যা ভারত সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। একই সঙ্গে অভিযোগ করা হয়, এসব ঘটনার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনো পূর্ণাঙ্গ তদন্ত শেষ করেনি এবং ভারতের সঙ্গে অর্থবহ তথ্যপ্রমাণ বিনিময়ও হয়নি।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের সময়কার সহযোগিতার ভিত্তিতে এই সম্পর্ক গড়ে উঠেছে এবং পরবর্তীকালে উন্নয়ন ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের মাধ্যমে তা আরও দৃঢ় হয়েছে। বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বানও জানানো হয়।
কূটনৈতিক বাধ্যবাধকতার আলোকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন ও অন্যান্য কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করবে—এমন প্রত্যাশার কথাও অন্তর্বর্তী সরকারের কাছে তুলে ধরে নয়াদিল্লি।
উল্লেখ্য, গত রোববার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তিন দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলবের ঘটনাকে কূটনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে ‘চলমান নিরাপত্তা পরিস্থিতি’ বিবেচনায় বুধবার দুপুর ২টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে।
সিএ/টিআর


