মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক ভিডিও বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
ভিডিও বার্তায় তারেক রহমান মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, “মহান বিজয় দিবসের প্রাক্কালে আমি দল, মত, ধর্ম, বর্ণ, নির্বিশেষে কৃষিজীবী, শ্রমজীবী, পেশাজীবী, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, ওলামা-আলেম-পীর-মাশায়েক তথা বাংলাদেশের সকল শ্রেণি-পেশার মানুষ, প্রতিটি নাগরিককে জানাই মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা।”
তিনি বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির আত্মত্যাগ, সংগ্রাম ও স্বাধীনতার চূড়ান্ত অর্জনের দিন। এই দিনে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গণতন্ত্র, মানবাধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তারেক রহমান আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বিজয় দিবস সেই লক্ষ্যে নতুন করে শপথ নেওয়ার দিন বলেও উল্লেখ করেন তিনি।
সিএ/এএ


