সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় শীতের প্রকোপ ও তাপমাত্রার পরিবর্তন সম্পর্কে নতুন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি কুয়াশা নিয়েও সতর্ক বার্তা জানিয়েছে সংস্থাটি। সোমবার সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য তুলে ধরা হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বৃষ্টির কোনো সম্ভাবনার কথা উল্লেখ করা হয়নি। এর ফলে দিনের বেলায় আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকলেও ভোর ও রাতের দিকে শীতের অনুভূতি বাড়তে পারে।
আবহাওয়া অফিস জানায়, ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। বিশেষ করে নদী অববাহিকা ও নিম্নাঞ্চলে কুয়াশার ঘনত্ব তুলনামূলক বেশি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়ার সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করে জানানো হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই পরিস্থিতির প্রভাবেই শীতের অনুভূতি ধীরে ধীরে বাড়ছে।
এদিকে সোমবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেখানে তাপমাত্রা নেমে এসেছে ৯ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি শীত মৌসুমে দেশের অন্যতম সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে।
সিএ/এএ


