হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের অধীন পরিচালিত ইসলামিক মিশন পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মিশনটির সেবামূলক কার্যক্রম ঘুরে দেখেন তিনি এবং সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে অবস্থিত ইসলামিক মিশনটি পরিদর্শন করেন ধর্ম উপদেষ্টা। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাটের সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু, মিশনে কর্মরত চিকিৎসক ডা. শামছিয়া তাসনিম দ্বীপি, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম এবং চুনারুঘাট প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে ধর্ম উপদেষ্টা বলেন, চুনারুঘাটসহ আশপাশের এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ইসলামিক মিশন যে মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি মিশনের চিকিৎসা সরঞ্জাম, ওষুধপত্রের সংকটসহ বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতা ও সমাধানের আশ্বাস দেন।
পরিদর্শন শেষে ধর্ম উপদেষ্টা চুনারুঘাট উপজেলার মুরাবন্ধ এলাকায় হযরত শাহজালাল (রহ.)-এর সফরসঙ্গী সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং সেখানে মোনাজাতে অংশ নেন।
সিএ/এএ


