ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় প্রতিবাদ জানিয়ে আজ শনিবার (১৩ ডিসেম্বর) সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকাসহ দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিএনপি নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে গুপ্ত হামলা বাড়ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে শরিফ ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করা হয়েছে। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
রিজভী অভিযোগ করেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন বাধাগ্রস্ত করতেই নীলনকশা অনুযায়ী এসব হামলা চালানো হচ্ছে। তাঁর ভাষায়, ওসমান হাদির ওপর হামলা সেই ষড়যন্ত্রেরই অংশ। তিনি স্মরণ করিয়ে দেন, এর আগে দেড় মাস আগে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহকেও গুলি করে আহত করা হয়েছিল।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দেশের বিভিন্ন এলাকায় বিএনপি ও বিরোধী দলের নেতাদের ওপর ধারাবাহিকভাবে দুষ্কৃতিকারীদের হামলা বাড়ছে। এসব হামলার সঙ্গে কারা জড়িত, তা চিহ্নিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতেই এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
রিজভী আরও জানান, শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকাসহ সারা দেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের মাধ্যমে এই হামলার প্রতিবাদ জানাবেন এবং নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিতের দাবি তুলবেন।
সিএ/এএ


