জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তফসিল ঘোষণার ঠিক পরদিন একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে টার্গেট করে গুলি করার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনাকে কোনোভাবেই ছোট করে দেখা যায় না এবং দেখা যাবে না। অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত, সেই শক্তির পরিচয় জাতির সামনে স্পষ্ট করতে হবে।
গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত শরিফ ওসমান হাদিকে দেখে বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির। এ সময় তিনি দেশবাসীর কাছে আহত হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
হাসপাতালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ হাজি মুহাম্মদ এনায়েত উল্লাহসহ দলটির অন্যান্য নেতারা।
এর আগে গতকাল বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কিংবা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়।’
তিনি আরও বলেন, ‘আমি এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি এবং মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন শরিফ ওসমান হাদিকে পূর্ণ সুস্থতা দান করেন।’
সিএ/এএ


