চট্টগ্রাম বন্দরে বিদেশিদের প্রাধান্য দেওয়ার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুধবার দুপুরে পতাকা মিছিল করেছে ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ সংগঠন। রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ শেষে সংগঠনটির নেতা–কর্মীরা সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে কর্মসূচি শেষ করেন।
সমাবেশে ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’র আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক বলেন, বাংলাদেশে এমন কোনো সেক্টর নেই, যা দুর্নীতিমুক্ত। তাই শুধু চট্টগ্রাম বন্দরের দুর্নীতির কথা বলে বিদেশিদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার উদ্যোগ দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে যদি দুর্নীতি, চাঁদাবাজি বা সিন্ডিকেট থাকে, তা রোধে সরকারকে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে হবে।
জিয়াউল হক আরও বলেন, ‘আজকে যদি কোনো ভারতীয় বা ইসরায়েলি পরিচালনা প্রতিষ্ঠানকে এ বন্দর দেওয়া হতো, তবে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতেন। কিন্তু যে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করা হয়েছে, তার সঙ্গে ভারত ও ইসরায়েলের একাধিক চুক্তি আছে।’
সমাবেশে তিনি সরকারের কাছে তিনটি দাবি তুলে ধরেন—ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউ মুরিং টার্মিনালের ইজারা প্রক্রিয়া বাতিল, এপিএম টার্মিনালস ও মেডলগের সঙ্গে লালদিয়া চর ও পানগাঁও টার্মিনালের চুক্তি বাতিল এবং দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক সমুদ্রবন্দর ও নদীবন্দর নির্মাণের মাধ্যমে বন্দর বিকেন্দ্রীকরণ।
সমাবেশে সংগঠনের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন রাহাত, দপ্তর সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্য নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
সিএ/জেএইচ


