রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত শক্তিশালী ভূমিকম্পে ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানা এই কম্পনে শতাধিক মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। কেন্দ্রস্থল নরসিংদী এবং উৎপত্তিস্থল পৃথিবীর মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
ঢাকার বংশালে রেলিং ভেঙে তিনজনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, ভবনের উপরের অংশ থেকে রেলিং ভেঙে নিচে পড়ে পথচারীরা আহত হন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তিনজনকে মৃত ঘোষণা করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টিনসেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা নামে এক বছরের শিশু মারা গেছে। শিশুটির মা ও প্রতিবেশী এক নারী আহত হন। ভূমিকম্পের সময় তারা বাইরে যাওয়ার পথে দেয়ালের নিচে চাপা পড়ে।
নরসিংদীর সদর উপজেলার গাবতলী এলাকায় বাড়ির সানশেড ভেঙে ওমর (১০) নামে শিশুর মৃত্যু হয়। তার বাবা গুরুতর আহত অবস্থায় রাজধানীতে চিকিৎসাধীন। এছাড়া পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে ৭৫ বছর বয়সি এক বৃদ্ধ প্রাণ হারান।
ভূমিকম্পের পর রাজধানীসহ বিভিন্ন স্থানে ভবন দুলে ওঠা, দেয়ালে ফাটল এবং আতঙ্কে মানুষজনের রাস্তায় নেমে আসার খবর পাওয়া গেছে।
সিএ/এমআরএফ


