গাজীপুর-৬ আসন বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। এতে সকাল থেকে ব্যস্ততম এই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুরের টঙ্গী কলেজগেইট এলাকায় বিএনপির নেতাকর্মীরা এ বিক্ষোভ শুরু করেন। জানা গেছে, গাজীপুরে নতুন করে ৬ আসন যুক্ত করার প্রস্তাবের পর হাই কোর্টের রায়ে তা বাতিল হলে এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিএনপি নেতারা। রায় ঘোষণার দুই দিন পর পুনর্বিবেচনার জন্য আপিল করলেও বুধবার সকালে আসন রক্ষার দাবিতে তারা মহাসড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান, টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
সিএ/এমআরএফ


