বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বাহাত্তরের সংবিধানের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। শনিবার (২৫ অক্টোবর) পিআরসহ পাঁচ দফা দাবিতে সমমনা ইসলামী দলগুলোর বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে খেলাফত মজলিস রাজধানীর মতিঝিল থেকে বায়তুল মোকাররম পর্যন্ত মিছিল ও সমাবেশের আয়োজন করে।
দুপুরে শাপলা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বায়তুল মোকাররমের উত্তর গেইটে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন দলটির আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধানের অধীনে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। সোজা পথে দাবি আদায় না হলে নেতাকর্মীরা জানেন কীভাবে তা আদায় করতে হয়।
তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব, ইসলাম ও গণমানুষের অধিকার রক্ষার জন্য প্রয়োজনে কঠোর আন্দোলনের পথে যাবে খেলাফত মজলিস। বর্তমান সংবিধানে ইসলামী মূল্যবোধ ও জনগণের প্রত্যাশা প্রতিফলিত না হওয়ায় জনগণ সেটি প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় জুলাইযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে “জুলাই সনদ”-এর আইনি স্বীকৃতি দেওয়ার দাবিও জানান মামুনুল হক। তিনি বলেন, এই সনদ দেশের স্বাধীনতা ও ইসলামী আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়া উচিত।
সমাবেশে দলটির মহাসচিবসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। তারা নির্বাচনী পরিবেশে নিরপেক্ষতা নিশ্চিত, গণঅধিকার রক্ষা এবং জনগণের অংশগ্রহণমূলক রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।
সিএ/এমআর


