Home বাংলাদেশ চাটমোহরে কৃষি ব্যাংকে হামলার ঘটনায় যুবদল নেতা বহিষ্কৃত

চাটমোহরে কৃষি ব্যাংকে হামলার ঘটনায় যুবদল নেতা বহিষ্কৃত

0

পাবনার চাটমোহরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) হামলা ও কর্মকর্তাদের মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদলের স্থানীয় নেতা মো. লোকমান হোসেনকে বহিষ্কার করেছে দল। তিনি ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও স্থানীয় ইউপি সদস্য ছিলেন।

শুক্রবার রাতে পাবনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক লিটনের সই করা এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। এতে জানানো হয়, লোকমান হোসেন দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাঁকে প্রাথমিক সদস্য পদসহ যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দলের পক্ষ থেকে জানানো হয়, তাঁর যেকোনো অপকর্মের দায় দল নেবে না।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ঋণ সংক্রান্ত মামলায় ক্ষুব্ধ হয়ে লোকমান হোসেন দেশীয় অস্ত্রসহ একদল অনুসারী নিয়ে রাকাবের ফৈলজানা শাখায় হামলা চালান। এতে ব্যাংকের ব্যবস্থাপক শামসুজ্জামান নয়নসহ কয়েকজন কর্মকর্তা আহত হন এবং ক্যাশ কাউন্টারসহ অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয়।

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version