Home বাংলাদেশ অজ্ঞাত যানচাপায় মুন্সীগঞ্জে পুলিশ সদস্য নিহত

অজ্ঞাত যানচাপায় মুন্সীগঞ্জে পুলিশ সদস্য নিহত

0

মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় জিলু মিয়া (৪২) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ থেকে মোটরসাইকেলে করে নিজ গ্রামের বাড়ি রসুলপুরে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল বেলা বালুয়াকান্দি এলাকায় চট্টগ্রামমুখী লেনে দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন পেছন থেকে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জিলু মিয়া মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর নয়াকান্দি গ্রামের বাসিন্দা। তিনি পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন এবং বর্তমানে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি তিনি ছুটিতে গ্রামের বাড়ি যাচ্ছিলেন।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন জানান, “ঘটনার পর মরদেহ গজারিয়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অজ্ঞাত যানবাহনটি শনাক্তে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version