বিশেষ প্রতিনিধিঃ—
কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের এই পদে গুরুত্বপূর্ণ পদে তাঁকে নির্বাচিত করা হয়। আগের কমিটিতে তিনি উপ-দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন। কেন্দ্রীয় কমিটিতে থাকা তরুণ নেতাদের আরও গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে এমনই গুঞ্জন ছিল কাউন্সিলের আগে। এছাড়া সর্বশেষ কমিটির উপ-দপ্তরের দায়িত্বে থাকা বিপ্লব বড়ুয়া দাপ্তরিক কাজেও দক্ষতার পরিচয় দিয়ে দলের শীর্ষপর্যায়ে সমাদৃত ছিলেন।
চট্টগ্রামের লোহাগাড়ার বড় হাতিয়া ইউনিয়নের খুসাঙ্গের পাড়া গ্রামের এডভোকেট সুনীল বড়ুয়ার পুত্র ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বিপ্লব বড়ুয়া ১৯৭৩ সালের ১ জানুয়ারি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের খুসাঙ্গের পাড়া গ্রামের মাস্টার বাড়িতে জন্মগ্রহণ করেন।