
হাসিনা তাবাস্সুুম
দু’দিনের এই দুনিয়া দাও বিসর্জন,
নেই জানা কখন যে তোমার আসিবে মরণ।
পরপারের সুকঠিন ডাক যখন পড়িবে তোমার,
শুনিবেনা মানা মানিবেনা বাঁধা মিনতি তোমার।
থাকিতে সময় ওরে ভোলা মন,
মিছে এ দুনিয়ার সুখ দাও বিসর্জন।।
সৃষ্টির সেরা তুমি আশরাফুল মাখলুকাত,
তাইতো তোমায় দিয়েছেন খোদা অনন্ত আখিরাত।
তুমি কি চাইবেনা, পরপারের সেই শান্তি !
যে জীবনে রবেনা তোমার কোন দুঃখ ক্লান্তি।
চাও যদি তুমি সেই অনন্ত সুখের জীবন
রাত্রিদিন কর শুধু তাকেই স্মরণ।।
সৃজন করিলেন খোদা যাহার কারণে,
ভুলিয়া তাকে ক্ষনিকের এ জীবনে থাকিব কেমনে
তাই বলি তোমায় ওরে ভোলামন,
মিছে ক্ষনিকের এ জীবন দাও বিসর্জন।।