চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৩ সালের চ্যাম্পিয়ন পারসা ইভানা। নাচের পাশাপাশি নিয়মিতই অভিনয় করছেন ছোট পর্দায়। পঞ্চমীর চাঁদ নাটকের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন এই অভিনেত্রী। তার উল্লেখযোগ্য কাজগুলো হলো: লেটস হ্যাভ এ ওয়াক এগেইন, বউ বকা দেয়, অতসী, শোধ, রূপালি পর্দা, মেট্রো লাভ। বর্তমানে শোবার ঘর ওয়েব সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। বর্তমান সময়ের ব্যস্ততা কি নিয়ে এ বিষয়ে কথোপকথন হয় তার সাথে…………..
সীমান্ত: সামনে ভালোবাসা দিবস, এখন ব্যস্ততা কোন কোন কাজ নিয়ে?
পারসা ইভানা: ভালোবাসা দিবসের জন্য ৪টা একক নাটক করছি। সবগুলা নাটকের গল্পই অসাধারণ।
সীমান্ত: ভালোবাসা দিবসে আপনার কয়টি কাজ পাবে দর্শকেরা?
পারসা ইভানা: ভালোবাসা দিবসে ২টা নাটক তৌহিদ আশরাফের পরিচালনায়, আরেকটা তানজিমের পরিচালনায়। ভালো গল্প ছাড়া এখন কাজ করছি নাহ, কিন্তু যে কয়েকটা করছি সেগুলোর গল্পগুলা সত্যিই দারুণ।
সীমান্ত: একজন অভিনেত্রী হিসেবে আপনি কাজ করার আগে কোন বিষয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন?
পারসা ইভানা: আমার কাছে সবসময়ই মনে হয় একজন অভিনেত্রীর অনেক গুলা চরিত্র দেখাতে হয়। তাই আমার কাছে মনে হয় গেটআপ নিয়ে অনেক মনোযোগী হওয়া উচিত। একেকটা চরিত্রে অভিনয়ের ধরন একেক রকম হওয়া উচিত। আমি আমার গেট আপ এবং অভিনয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি।
সীমান্ত: মিডিয়াতে প্রচুর প্রতিভাবান অভিনেত্রী তাদের মধ্যে নিজেকে কি ভিন্ন ভাবে উপস্থাপন করার চেষ্টা করেন?
পারসা ইভানা: অবশ্যই নিজেকে ইকটু আলাদা ভাবে দেখাতে চাই চেষ্টা করি, ভিন্ন কিছু করতে অন্যদের থেকে। অভিনয়টা মনোযোগ দিয়ে করতে। সাধারণ থাকার চেষ্টা করি সবসময় যেন দর্শক চরিত্রটা কে বিশ্বাস করে। বিশ্বাসটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা তো অভিনয় করি এবং আমরা চাই সত্যিকারের অভিনয় করতে যেটা আমি সবসময়ই চেষ্টা করি করার।
সীমান্ত: কোন চরিত্র অভিনয় করতে বেশি পছন্দ করেন?
পারসা ইভানা: আমার কাছে সব ধরনের অভিনয় করতে ভালো লাগে। আমি সবসময়ই চাই ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে। আমি রোমান্টিক চরিত্র পছন্দ করি, আবার ভিলেনের চরিত্র পছন্দ করি। বস্তির মেয়ের একটা চরিত্র দিলে ওইটা আমার জন্য আবার অনেক চ্যালেঞ্জিং হবে। আমি সকল ধরনের চরিত্রে অভিনয় করতে চাই।
সীমান্ত: কাদের অভিনয় অনুসরণ করা হয়?
পারসা ইভানা: আমি সবার ছবি, নাটক দেখে থাকি। আমি প্রচুর হলিউডের এবং বলিউডের সিনেমা দেখে থাকি। আমি কাউকে অনুসরণ করি নাহ, আমি সকলের কাছ থেকেই শেখার চেষ্টা করি
সীমান্ত: ভবিষ্যত পরিকল্পনা কি?
পারসা ইভানা: আমি আমার ভবিষ্যতের কথা বলতে পারি না, আমার সব ভালবাসা অভিনয় করার জন্য, আমি বিশ্বাস করি যে আমি আমার হৃদয়ের ভিতর থেকে একজন অভিনেত্রী, আমি সময় পেলেই অভিনয় করা শুরু করে দেই। আমি বাংলাদেশের একজন সেরা অভিনেত্রী হতে চাই।
সাক্ষাতকার নিয়েছে: গোলাম মোর্শেদ সীমান্ত