পনির খান তরুণ নাট্য নির্মাতা। নির্মাতা শিহাব শাহীন এবং মিজানুর রহমান আরিয়ান সঙ্গে প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন বহুদিন। এবার তিনি নিজের পরিচালনায় নির্মাণ করলেন প্রথম নাটক সায়েল। নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, উর্মিলা শ্রাবন্তী কার, মুনির মিঠু, আনন্দ খালেদ, তানজিম হাসান অনিক, জায়েদ খান, রাজিব সহ আরো অনেকে। নাটকটি নাগরিক চ্যানেল দেখানো হয়েছে। তবে বর্তমানে মাই সাউন্ড ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে নাটকটি। ইউটিউবে আপলোড করার একদিনের মধ্যে এক লক্ষ মানুষের বেশি দেখেছে নাটকটি৷ ভালোবাসা দিবসে তাঁর পরিচালনায় দুটি কাজ আসবে বলে জানা গিয়েছে।
পরিচালক পনির খান জানান, সায়েল ভিন্ন ধরনের রোমান্টিক গল্প। আমি খুব ছোট একটা মানুষ। আমার বার্তা মানুষ গ্রহণ করবে কিনা সেটাও আমি জানি নাহ। আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি, মানুষ সারাজীবনের জন্য হারিয়ে গেলেও কিন্তু তার ভালোবাসা কখনও হারায় নাহ। আমরা সেই ভালোবাসা নিয়েই বেঁচে থাকি সারা জীবন।