আমাদের প্রিয় স্বাধীনতা
সে তো নয়
অল্প দিনের সফলতা।
নয় মাস টানা যুদ্ধ করে
এনেছি বাংলার জয়,
জীবন দিয়ে থামিয়েছে
পাকবাহিনীকে ,
লক্ষ লক্ষ মুক্তিসেনা
নিজেকে করেছে বিসর্জন বাঙালির উপর
আনলো বাণ।
শুরু হল বাঙালির উপর
নির্মম হত্যা চালান।
দীর্ঘদিনের শোষণ
আর সহ্য
হলো না এবার।
ঘুরে দাঁড়ালো বীর বাঙালি
করল প্রতিরোধ ।
চেষ্টা করল প্রাণপণ
জানালো প্রতিবাদ
নয় মাসের যুদ্ধ শেষে
আসলো নয়াপ্রভাত।
অবশেষে আসলো
স্বাধীনতা
নয়তো সে অল্প দিনের
সফলতা।