২০১৪ সালে অভিনয় জগতে যাত্রা শুরু করে ছোট পর্দার তরুণ অভিনেতা সিয়াম নাসির। নিয়মিত কাজ করে যাচ্ছেন নাটক,বিজ্ঞাপনে। আদনান আল রাজীবের পরিচালনায় রবি দেশ প্রেমের বিজ্ঞাপন দিয়েই মিডিয়ায় কাজ শুরু করেন তিনি। ২০১৮ সালে ৭ই ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেতা সিয়াম নাসির। নতুন বছর শুরু করেন বেয়াদব – ২ নাটকে কাজ করার মাধ্যমে।
এখন নিয়মিতই কাজ করছেন ছোট পর্দায়। ব্রাজিল বনাম আর্জেন্টিনা, ব্রাদার,মেঘ বরণ,ছেলেটা বেয়াদব,ভাই কিছু বলতে চাই সহ আরো জনপ্রিয় নাটকে কাজ করেছেন এই অভিনেতা। বর্তমানে তিনি বান্দরের খাঁচা ও শোবার ঘর ওয়েব সিরিয়ালে অভিনয় করছেন।
চ্যানেল আগামীঃ অভিনয় জগতে কেন আসা?
সিয়াম নাসিরঃ মনে হয়েছে অভিনয় টাই আমি পারবো।
চ্যানেল আগামীঃ নতুন বছর কি কোন আলাদা চরিত্রে কাজ করার ইচ্ছা আছে যা আগে করা হয় নাই?
সিয়াম নাসিরঃ এক রকম চরিত্র সব নাটকে করি নাহ। আলাদা কিছু থাকবে ২০১৯ সালে।
চ্যানেল আগামীঃ সিনেমা করার ইচ্ছে আছে ভবিষ্যতে?
সিয়াম নাসিরঃ সিনেমা করার ইচ্ছে আছে। আমি যেহেতু চরিত্র ভিক্তিক অভিনেতা। ভালো চরিত্র পেলে এবং করার সুযোগ পেলে অবশ্যই সিনেমা করবো।
চ্যানেল আগামীঃ অভিনয় নিয়ে কতদূর আগাতে চান?
সিয়াম নাসিরঃ নতুন জীবন শুরু করলাম। আমি যেহেতু প্রফেশনাল অভিনেতা হিসেবে কাজ করছি তাই নিয়মিত কাজ করতে চাই।
সাক্ষাৎকার নিয়েছেঃ গোলাম মোর্শেদ সীমান্ত