আমি বলছি না আমাকে প্রথম হতেই হবে,আমি চাই,
কেউ একজন আমার জন্য খাতা খুলে রাখুক,
স্যার অন্যদিকে মুখ ঘোরালে নৈর্ব্যক্তিক বলে দিক,
ফেলের বোঝা টানতে টানতে আমি এখন ক্লান্ত।
আমি বলছি না আমাকে প্রথম হতেই হবে,আমি চাই,
পরীক্ষার হলে কেউ তার নিজ সিট ছেড়ে দিয়ে আমার পাশে এসে বসুক।
আমি জানি,স্যারদের চোখ ফাঁকি দিয়ে তা করা অসম্ভব।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক,
আমার ‘ক’ এর উত্তর লাগবে কি না,
‘খ’ এর উত্তর লাগবে কি না,
‘গ’ এর ভাবার্থ লাগবে কি না,
নৈর্ব্যক্তিক সবগুলো বলে দিতে হবে কি না।
আমি বলছি না আমাকে প্রথম হতেই হবে,আমি চাই,
পরীক্ষার হলে কেউ আমার ইশারা বুঝুক।
আমার সঙ্গে শুধু মিলিয়ে নিক সব উত্তর।
আমি শুধু চাই,পরীক্ষা শেষে কেউ অন্তত জিজ্ঞেস না করুক, ‘এতো দেখানোর পরও তুমি পাশ করলে না কেন?’
(কবি নির্মলেন্দু গুণের ‘তোমার চোখ এতো লাল কেন’-র প্যারোডি ভার্শন। সামনে টেস্ট পরীক্ষার্থীদের জন্য লেখা।)
ইলাস্ট্রেশন এবং লেখাঃ জুলকার নাঈন মাহফুজ