অভিনয়
বুশরা হাবিবা
সত্যটা কি জানো?
দিন শেষে না সবাই ভালো থাকে।
কিংবা থাকতে হয় বা থাকাটা শিখে যায়।
অথবা হয়ত নিতান্তই ভালো থাকার অভিনয়টা শিখতে হয়!
শুধু মাঝে মাঝে হুট করে অকারনেই চোখটা কেন জানি ঝাপসা হয়ে যায়।
বেশি ডলতে গেলে আবার টকটকা লালও হয়!
তারপর চোখে জলের ঝাপটা দিয়ে,
চোখ,মুখ মুছে আবার যত্ন করে কাজল পরতে হয়।
হাসি, হাসি মুখ করে সবার সাথে মিশতে হয়।
গল্পে-আড্ডায় হেসে কুটি হতে হয়।
শুধু ভুল করেও কারো সামনে চোখদুটোকে ঝাপসা হতে দেয়া যায়না।
লাল চোখ জোড়াকে যেন কেউ দেখতে পায়না।
প্রতারকের জন্য এখনো বুক জুড়ে এতো হাহাকার!
এ যে লজ্জার! ভীষন লজ্জার!
এ লজ্জাটুকুই বেঁচে থাকুক!
আর ভালোথাকার অভিনয়টুকু কে বাঁচিয়ে রাখুক!
খুব যত্নে, খুব খেয়ালে বাঁচিয়ে রাখুক!
কবিঃ ছাত্রী
৫ম বর্ষ, মেডিকেল কলেজ