ইভান পাল
গতকাল ২৫ শে অক্টোবর, বৃহস্পতিবার লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর উদ্যোগে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় অবস্থিত শারীরিক প্রতিবন্ধীদের পুর্ণবাসন কেন্দ্র পি. এইচ. টি. সেন্টারে প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসময় লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর ( লায়ন্স ও লিও জেলা ৩১৫ বি~৪) উদ্যোগে পি.এইচ.টি. সেন্টারে থাকা প্রায় পঞ্চাশ জনেরও অধিক দৃষ্টি প্রতিবন্ধী, বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুদের নিয়ে রচনা প্রতিযোগীতা, চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়। আর পরবর্তীতে সেরাদের পুরষ্কৃত ও করা হয়। সবশেষে, এই প্রতিবন্ধী শিশুদের মাঝে তাদের মূল্যবান শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এই সেবাধর্মী অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন— লায়ন আব্দুর রহিম( সভাপতি, লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী), লায়ন একরামুল হক ভুঁইয়া, লায়ন এস. এম. শামসুদ্দিন এমজেএফ। আরো উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলী’র পক্ষ থেকে — লিও নজরুল ইসলাম মামুন (সভাপতি, লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলী), লিও সৈয়দ মুহান্মদ আলমগীর( যুগ্ম সাধারণ সম্পাদক, লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলী), লিও রাশেদুল ইসলাম, লিও ইভান পাল, লিও তানভীর হোসাইন,লিও দীপ্ত বিশ্বাস, লিও সামিরা সেকান্দর, লিও খালেদ মোশারফ।।
উল্লেখ্য, পি.এইচ.টি. সেন্টার মূলত: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদফতর এর অধীনে পরিচালিত শারীরিক প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্র এবং এটি দৃষ্টি, শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের একটি সরকারি বিদ্যালয় ও।