রাশেদুল ইসলাম:
চট্টগ্রামের স্বনামধন্য ইভেন্ট প্ল্যানার ও ম্যানেঞ্জমেন্ট কোম্পানী রেড কার্পেট টানা চতুর্থবারের মতো আয়োজন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটির সিগনেচার ইভেন্ট খ্যাত দিনব্যাপী কনসার্ট ইভেন্ট “রেড রক ফিয়েস্টা সিজন ৪”।
সদ্য প্রয়াত বিখ্যাত সংগীত শিল্পী ও বন্দরনগরীর কৃতি সন্তান আইয়ুব বাচ্চুকে সম্মানসূচক উৎসর্গের মাধ্যমে এবারের সিজনকে “ট্রিবিউট টু এবি” নামেও উদযাপন করা হবে বলে জানান আয়োজক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং তীরন্দাজ ব্যান্ডের লিড ভোকালিস্ট আবু বকর শাহেদ (শান)। তিনি আরো জানান, আগামী ১০ই নভেম্বর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের পাশে সিজেকেএস জিমনেশিয়াম মাঠে অনুষ্ঠিতব্য এই কনসার্ট ইভেন্টে প্রায় ১৩টি জাতীয় ও স্থানীয় ব্যান্ড অংশগ্রহণ করবে যা দেশের সঙ্গীত জগতে বরাবরের মতোই এক মাইলফলক হিসেবে থাকবে।
প্রায়ই সব জনপ্রিয় ব্যান্ডকে একই মঞ্চে দেখা ও তাদের গান শোনার জন্য অধীর আগ্রহে সারাবছর মুখিয়ে থাকা চট্টগ্রামের তরুণ সমাজের বহুল প্রত্যাশিত এই কনসার্ট ইভেন্টটি সকাল ১১টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে। ইভেন্টের জনপ্রিয়তার কথা মাথায় রেখে দর্শকদের জন্য এই ইভেন্টের টিকেটের মূল্য রাখা হয়েছে মাত্র ২০০ টাকা।
উল্লেখ্য, ২০১৩ সালে হওয়া জনপ্রিয় ও নিয়মিত বাৎসরিক এই ইভেন্টটি পর্যায়ক্রমে ২০১৪ ও সর্বশেষ ২০১৭ সালে অনুষ্ঠিত হয় যা ব্যান্ডপাগল অনলাইন ও অফলাইন শ্রোতা ও ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।