মোঃজুলকার নাইন মাহফুজ
ডিসেম্বরে জাতীয় নির্বাচনের জন্য বিপিএল যে পেছাবে তা আগেই নিশ্চিত ছিল । তবে জানুয়ারিতে বিপিএল অনুষ্ঠিত হলেও এর মধ্যেই বিপিএলের প্রস্তুতি নিতে শুরু করেছে গভর্নিং কাউন্সিল । বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন,আগামী ২৫শে অক্টোবর বিপিএলের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে । এবারের বিপিএলে চমক হিসেবে থাকছে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডি আর এস পদ্ধতি । তা সম্পর্কে ইসমাইল হায়দার বলেন,‘ প্রতি ইনিংসে প্রতিটি দল একটি করে রিভিউ কাজে লাগানোর সুযোগ পাবে। গতবারের মতো প্রতি ম্যাচে একজন করে বিদেশি আম্পায়ার থাকবে। প্রতিটি দল চারজন করে খেলোয়াড় রেখে দিতে পারবে। সেপ্টেম্বরের মধ্যে দলগুলোকে রেখে দেওয়া খেলোয়াড়দের নাম দিতে হবে। ড্রাফটের বাইরে থেকে প্রতিটি দল দুজন করে খেলোয়াড় নিতে পারবে। বাকিদের ড্রাফট থেকে কিনতে হবে। গতবার বিপিএল খেলেছেন এমন বিদেশিদের এবারের ড্রাফটে থাকতে হবে। যাঁরা গতবার ড্রাফটে ছিলেন না, তাঁদের মধ্য থেকে দুজন করে খেলোয়াড় ফ্র্যাঞ্চাইজিগুলো দলে নিতে পারবে।’
কেন ড্রাফটের বাইরে থেকে খেলোয়াড় নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে সেটিরও ব্যাখ্যা দিয়েছেন ইসমাইল হায়দার,
‘এমন অনেক ভালো মানের খেলোয়াড় আছে। এ বছর যেহেতু জাতীয় নির্বাচন, আমাদের টুর্নামেন্টের তারিখ পিছিয়ে জানুয়ারিতে নেওয়া হয়েছে। সে সময়ে অন্য লিগও শুরু হবে। প্রতিটি দলের যে সংখ্যক খেলোয়াড় প্রয়োজন হবে, সেটি পূরণে অনিবন্ধিত দুজন করে খেলোয়াড় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
গভর্নিং কাউন্সিলের আশা আগামী বছরের ৫ই জানুয়ারী মাঠে গড়াবে বিপিএলের ষষ্ঠ আসর ।