জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই, মানবতার পক্ষে কাজ করে শান্তিতে নোবেল পুরস্কারজয়ী এই ব্যক্তিত্ব আজ শনিবার সুইজারল্যান্ডে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
কফি আনান ফাউন্ডেশন শনিবার সকালে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। টুইটারে দেওয়া এক বিবৃতিতে ফাউন্ডেশন বলেছে, শনিবার শেষ বিদায় নিয়েছেন কফি আনান। তিনি একজন অভিজ্ঞ ‘বৈশ্বিক নেতা’ ছিলেন। স্বচ্ছ ও অধিকতর শান্তিপূর্ণ পৃথিবী গড়তে সারা জীবন লড়াই করে গেছেন তিনি।
সুইজারল্যান্ডের বার্নের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নোবেলজয়ী এই ব্যক্তিত্ব। এ সময় তাঁর পাশে ছিলেন স্ত্রী নানে এবং তিন সন্তান।
মধ্যস্থতাকারী হিসেবে কফি আনান ‘স্বচ্ছন্দ’ ছিলেন বলে মন্তব্য করেছে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে। তাঁর দ্বিতীয় স্ত্রী হলেন নানে। স্ত্রী-সন্তানদের নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় থাকতেন কফি আনান।