শিবলুল হক শোভন
প্রশাসক সিনেমাদক ফেসবুকগ্রুপ
আপনার বন্ধুকে খুন করা হয়েছে, আপনি নিজেই হলেন সেই খুনের মামলার ইন চার্জ অফিসার। হন্ন্যে হয়ে খুনের সূরাহা করার চেষ্টা করছেন। হঠাৎ গাড়ি করেই রাতের বেলায় বাড়ি ফেরার সময় পেয়ে গেলেন মামলার সব সূত্র এবং একে একে সব মিলিয়ে বের করে ফেলেছেন খুনীকেও। উত্তেজনা সইতে না পেরে সাথে সাথে ফোন দিলেন আপনার অফিসারকে খুনীর নাম জানিয়ে দিতে আর অমনি আপনার ড্রাইভ করা গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে ফেললেন আর ঘটলো মারাত্নক দূর্ঘটনা। পরদিন আপনি বেঁচে ফিরলেন ঠিকই কিন্তু আপনার স্মৃতি নষ্ট হয়ে গেছে কিছুই আর মনে করতে পারছেন নাহ।
সাউথ ইন্ডিয়ানদের বেশিরভাগ ভালো সিনেমাগুলো হলো সাসপেন্স থ্রিলার, মিস্ট্রি জনরার। সেরকম আরেকটি মালায়লাম থ্রিলার হলো Mumbai Police (2013)। মনস্তাত্বিকতা, মানসিক দ্বন্দ্ব আর থ্রিলার গল্প সব মিলিয়ে দারূন একটি ছক বানিয়েছিলেন পরিচালক এবং তিনি সফলও হয়েছেন।
টান টান একটি চমৎকার গল্পের উপর নির্ভর করে তৈরী হওয়া এই সিনেমায় আপনি সিনেমার সবরকম মসলাই খুজে পাবেন।
পরিচালকের দক্ষতা, গল্প আর পৃথ্বিরাজের অসামান্য অভিনয়ের ওপর ভর করেই দাড়িয়েছে এই সিনেমা। সিনেমায় পরিচালক স্মৃতিভ্রষ্টতার সাথে সাথে চরিত্রের নিজেকে আবিষ্কার ও নিজের চারপাশকে উপলব্ধির ব্যাপারগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তিনি গল্পের রহস্যটাকে একদম শেষ পর্যন্ত টেনে নিয়ে গেছেন বেশ সফলতার সাথেই।
পৃথ্বিরাজ সুকুমারান এর অভিনয় ছিলো দারূন। কিছু আবেগকে তিনি এতো শক্তভাবে ফুটিয়ে তুলেছেন যা ছিলো অনবদ্য।