প্রেয়সী
কবি: নাহিয়ান হোসেন
ওগো প্রেয়সী তুমি,
আমার চোখে তে যেন পবিত্রতার মূর্তি।
ওগো প্রেয়সী তুমি,
যেন মনের ক্যানভাস-এ আঁকা অপরূপ কোনো ছবি।
ওগো প্রেয়সী তোমার কন্ঠ,
যেন বিথোভেন এর পিয়ানোর সুর।
ওগো প্রেয়সী তোমার চুল,
যেন আষাঢ় এর মেঘলা আকাশ।
ওগো প্রেয়সী তোমার চোখ,
যেন কোনো এক মায়াদীঘি।
আর তোমার হাসি?
সে তো মোনালিসার মনে প্রথম ঈর্ষার সঞ্চার।
আর তোমার ওই দুটো ঠোঁট,
সে যেন গোলাপের দুটো পাপড়ি।
ওগো শুনছ,
তুমি আমার জীবনের সূখের নদী।