কলকাতার বড় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ এবার বাংলাদেশেও এককভাবে ছবি প্রযোজনা করবে বলে শোনা গেছে। আর যৌথ প্রযোজনায় নয় এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকার ইচ্ছা বাংলাদেশে এককভাবে ছবি প্রযোজনা করার।
এ প্রসঙ্গে তিনি বলেন, কলকাতার চেয়ে বাংলাদেশে এখনো ছবির বাজার ভালো। লগ্নীকৃত টাকা ফেরত পাওয়া যায় সহজেই। আর ছবিতে যদি শাকিব খান থাকে তাহলে তো চিন্তাই নেই। ছবি মুক্তির আগেই হল মালিকরা টাকা বাসায় পৌঁছে দিয়ে যান। তিনি আরো বলেন, সব ঠিক থাকলে এ বছরই শাকিবকে দিয়ে শুরু করব বাংলাদেশি প্রডাকশন।