Thursday, October 16, 2025
29 C
Dhaka

চালবাজ সিনেমা নিয়ে সিনেমা হলের কর্তৃপক্ষের চালবাজিতে বিরক্ত দর্শক

বাংলাদেশে সাফটা চুক্তির মাধ্যমে মুক্তি পেয়েছে কলকাতার চলচ্চিত্র ‘চালবাজ’। ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। তাঁর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা শুভশ্রী। ছবিটি গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে ১০৫টি হলে। এর আগে ২০ এপ্রিল শুক্রবার ছবিটি মুক্তি পেয়েছিল কলকাতায় ৯১টি হলে।

দেশের সিনেমা হলে সাধারণ তো চারটি শো চালানো হয়। সকাল ১১টা থেকে একটি, ২টা থেকে আরেকটি, সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় শো দেখানো হয়।

গতকাল সকাল ১১টার শো এর আগে ঢাকার সিনেমা হলগুলোতে টিকেট কাউন্টার খোলা ছিল এবং দর্শক নিজের হাতে টিকেট কেটে ছবিটি দেখেছেন। কিন্তু বেলা ২টার শোর আগে সিনেমা হলে টিকেট কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। ব্ল্যাকে শুরু হয় টিকেট বিক্রি। এমন খবর জানিয়েছেন ‘জোনাকি’ সিনেমা হলের স্টাফ মোহাম্মদ শাহাবুদ্দিন।

‘জোনাকি’ সিনেমা হলের সামনে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। ভেতরে গিয়ে দেখা যায় টিকেট কাউন্টার বন্ধ।

মোহাম্মদ শাহাবুদ্দিন ২০০ টাকা করে বিক্রি করেছেন ডিসির টিকেট। কাউন্টারে লেখা ছিল ডিসির টিকিট ৯০ টাকা। এ বিষয়ে শাহাবুদ্দিন বলেন, ‘সকাল ১১টার শো শেষ হওয়ার পর আমরা বুঝতে পেয়েছি ছবিটি দর্শক দেখবেন। তারপর দুপুর ১টা থেকে দর্শক হলে আসা শুরু হলে আমরা যারা সিনেমা হলের স্টাফ আছি তারা মিলে সব টিকেট কিনে নিই। তারপর ব্ল্যাকে টিকেট বিক্রি করেছি।’

শাহাবুদ্দিন আরো বলেন, ‘ডিসি ৯০ টাকা ছিল, আমরা বিক্রি করেছি ১৫০ টাকায়। আর সন্ধ্যার শোতে বিক্রি করেছি ২০০ টাকা। মনে হয় আগামী কয়েকদিন এভাবেই চলবে।’

এদিকে, বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সিনেমা দেখতে আসা দর্শক সামসুল আলম। আলম বলেন, “আমরা ভালো সিনেমা দেখতে চাই। কিন্তু দেখার মতো সিনেমা এখন আর তেমন নির্মাণ করা হয় না। ‘চালবাজ’ কেমন হবে জানি না, কিন্তু মনে হয়েছে ভালো একটা ছবি। সে হিসেবে আমার মতো অনেক দর্শকই সিনেমা হলে এসেছে। কিন্তু ৯০ টাকার টিকেট ২০০ টাকায় কিনতে খারাপ লাগছে। এটা অন্যায়। সিনেমা হলের কর্তৃপক্ষের চালবাজি নিয়ে আমার খুব বিরক্ত।”

সামসুল আলমের মতো সমস্বরে তখন অনেক সাধারণ দর্শক প্রতিবাদ করতে থাকেন। টিকেট প্রায় শেষ শুনে পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

শুধু রাজধানীর পল্টনের ‘জোনাকি’ সিনেমা হলে নয়, ঢাকার অন্য হলগুলোতেও একই চিত্র দেখা যায়। মতিঝিলের মধুমিতা সিনেমা হলে গেটের পাশের স্থানে একাধিক লোক ব্ল্যাকে টিকেট বিক্রি করেছেন। কাউন্টার বন্ধ ছিল। ১৫০ টাকার টিকিটি বিক্রি হয়েছিল ৩০০ টাকায়।

মধুমিতা হলের টিকিট চেকার মোহাম্মদ কালাম বলেন, ‘অনেক দিন পর এভাবে টিকিট ব্ল্যাকে বিক্রি করার সুযোগ পেলাম। গত বছর দুই ঈদের পর আর টিকিট ব্ল্যাক করার সুযোগ পাইনি। এই ছবির জন্য পারলাম।’

এটা তো অপরাধমূলক কাজ। কেন এমন করা হচ্ছে জানতে চাইলে মোহাম্মদ কালাম বলেন, ‘আমরা প্রায় ৩২ জন স্টাফ আছি এই সিনেমা হলে। সারা বছর বেতন পাই না বললেই চলে। তার পরও চাকরি করি দুই ঈদে টিকিট ব্ল্যাক করার আশায়। দুই ঈদের টাকায় আমরা সারা বছর সংসার চালাই। এখন শাকিব খানের ছবি মুক্তি পাওয়ার পর এত দর্শক দেখে একটা সুযোগ নিলাম।’

চলতি বছরে আর কোনো সিনেমায় এ ধরনের কাজ করেছেন কি না, জানতে চাইলে কালাম বলেন, “‘আমি নেতা হবো’ সিনেমা হলে মুক্তি পাওয়ার পর প্রথম দিন একশোতে ব্ল্যাক করতে পেরেছিলাম। এ ছাড়া যে ছবিগুলো মুক্তি পেয়েছিল সেখানে দর্শকই তো তেমন আসেনি।’

ব্ল্যাক টিকেট প্রসঙ্গে মিরপুরের সনি সিনেমা হলের ম্যানেজার আব্দুস সামাদ বলেন, ‘ব্ল্যাক মানেই ছবি হিট। আমরাই নতুন ছবি ব্ল্যাক করেছি তা নয়, বহু আগে থেকেই ব্ল্যাক টিকেট সবাই বিক্রি করত। এভাবে কিছুদিন চলতে থাকলে আমরা কিছু আয় করতে পারব।’

দীর্ঘদিন ধরেই সাফটা চুক্তির মাধ্যমে কলকাতার ছবি বাংলাদেশে মুক্তি পাচ্ছে, কিন্তু কোনো ছবি ব্যবসায়িকভাবে সফল হতে পারেনি। তবে ‘চালবাজ’ মুক্তির তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গেই সিনেমা হল মালিকদের বুকিং শুরু হয়ে যায়। জানা যায়, ছবিটি সর্বোচ্চ টাকা দিয়ে সিনেমা হল মালিকরা নিয়ে গেছেন, যা চলতি বছরে বাংলাদেশের কোনো ছবি পায়নি। সিনেমাটি দর্শক প্রিয়তা পাওয়ায় তাঁরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন।

বাংলাদেশের প্রযোজক গোলাম কিবরিয়া লিপু তাঁর এন ইউ ট্রেডার্সের মাধ্যমে ছবিটি বাংলাদেশে আমদানি করেছেন।

জয়দীপ মুখার্জি পরিচালিত এই ছবিতে শাকিব ও শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন রজতভ দত্ত, সুপ্রিয় দত্ত, সৈয়দ হাসান ইমাম, আশীষ বিদ্যার্থী। ছবিটি প্রযোজনা করেছে কলকাতার এস কে মুভিজ।

spot_img

আরও পড়ুন

নিষিদ্ধ ক্রিয়েটরদের ফিরিয়ে আনছে ইউটিউব

দীর্ঘ সময় নিষিদ্ধ থাকা কিছু ব্যবহারকারীকে নতুন অ্যাকাউন্ট খুলে...

শর্ত না মানলে জুলাই সনদে স্বাক্ষর নয়: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

দুই শর্ত পূরণ না হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)...

রাশিয়া থেকে তেল না কেনার আশ্বাস দিল ভারত: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

অ্যাকশন ছবিতে ফিরছেন মাহিয়া মাহি

দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউড তারকা...

রশিদ খান ছাড়াই আফগানিস্তানের টেস্ট দল ঘোষণা

জিম্বাবুয়ের বিপক্ষে আগামী সপ্তাহে একমাত্র টেস্ট ম্যাচে বিশ্রাম দেওয়া...

নির্বাচনী সোশ্যাল মিডিয়া প্রচারণায় নতুন নির্দেশনা জারি করল ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে...

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড আবেদন

জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী...

মেহেরপুরে একাঙ্গী চাষে ব্যাংকারের সফলতা

একাঙ্গী বা ভুঁই চম্পা মসলা জাতীয় একটি লাভজনক ফসল।...

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে : প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে বলে...

বিভাজন নয়, ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ্বান জানিয়েছেন, এখন...

ক্রিকেটে ছেলেদের সমান ভাতা পাবে মেয়েরা

বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আগে অভিযোগ...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে থাকছেন না লিটন দাস

এশিয়া কাপের সময় পাঁজরের চোটের কারণে মাঠের বাইরে ছিলেন...

রান্নায় অতিরিক্ত ঝাল? ঘরোয়া উপায়ে কমান সহজেই

রান্নায় যদি ভুল করে মরিচ বেশি হয়ে যায়, তবে...

জান্নাতি হুরদের ৮ বিস্ময়কর বৈশিষ্ট্য

জান্নাত হলো চিরশান্তি, সুখ ও পরম আনন্দের আবাসস্থল—যেখানে নেই...
spot_img

আরও পড়ুন

নিষিদ্ধ ক্রিয়েটরদের ফিরিয়ে আনছে ইউটিউব

দীর্ঘ সময় নিষিদ্ধ থাকা কিছু ব্যবহারকারীকে নতুন অ্যাকাউন্ট খুলে আবারও ভিডিও পোস্টের অনুমতি দিচ্ছে ইউটিউব। ফলে আগের নীতিমালা ভঙ্গের অভিযোগে সরিয়ে দেওয়া কিছু ভিডিওও...

শর্ত না মানলে জুলাই সনদে স্বাক্ষর নয়: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

দুই শর্ত পূরণ না হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে দলের...

রাশিয়া থেকে তেল না কেনার আশ্বাস দিল ভারত: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে...

অ্যাকশন ছবিতে ফিরছেন মাহিয়া মাহি

দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউড তারকা মাহিয়া মাহি। যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই অভিনেত্রী অভিনয় করছেন নতুন সিনেমা ‘অন্তর্যামী’-তে, যেখানে তিনি দেখা দেবেন...
spot_img