Monday, April 28, 2025
28 C
Dhaka

সোফায় বসে অামি অার zozo-অামার অাদরের বিড়াল

তাসনিমা জেরিন(ময়মনসিংহ)

ছেড়ে দে শয়তান ছেড়ে দে।অামারর চিকন বুদ্ধির সাথে তুই কখনো পারিস নি।অাজকেও পারবি না।হা হা হা হা হা
সোফায় বসে অামি অার zozo(অামার অাদরের বিড়াল) টম এন্ড জেরি দেখছি অার এসব বলে বলে লাফাচ্ছি। zozoটাও লাফাচ্ছে অার মিউ মিউ করছে।এমন সময় হঠাৎ দেখি অাম্মুর অাগমন।

হাতে একটা বড় চামচ।দেখে বুঝা যাচ্ছে রান্নাঘর থেকে অাসছে।পরক্ষণে অাবার অাপু অাসল।কিছুই বুঝলাম না।এই মহামানবী দুইজন অামার সামনে এভাবে স্টেচু হয়ে দাড়িয়ে অাছে কেন?? বিষয়টা এখনো অামার বোধগম্য হয় নি।তাদের তাকানোর স্টাইল পাল্টে যাচ্ছে।দুজনেই এখন রাগি ফোকাস করছে অামার উপর।দুই দুই চার।এদের চারটা চোখে যদি অাগুন থাকত তাহলে এতক্ষণে অামি সর্বোচ্চ তাপে পুড়ে বাষ্প থুক্কু ছাই হয়ে যেতাম।zozoটাও এখন অার লাফাচ্ছে না।অামার পাশে কুচকে বসেছে।

কিছু জিজ্ঞেস করতে যাব তখনি অাপু…
-তুই কি একটুও শান্তি দিবি না??
-কককককেন অাপু,কি করছি?
-কি শুরু করছস এগুলা।কার্টুন দেখে কেউ এভাবে লাফাইয়া লাফাইয়া চিল্লায়??

এতক্ষণে কাহিনীটা পরিষ্কার। এটা নতুন কিছু না।সবসময় এরকমই হয়।
-অারে কি যে কাহিনী হইছে তুমি তো জানই না।
-থাক অামার অার জানার দরকার নাই।যেমন তুই তেমন তোর বিলাই।
-এই যে।বিলাই না।ওর এবটা নাম অাছে।

-নিকচি করি তোর নামের।
-অাচ্ছা দেখো এই বোকা টমটা কোনোদিনও জেরির সাথে পারে না।জেরি যখন….
অামার স্টরি বলা দেখে অাম্মু,অাপু পালাতে পারলে বাঁচে।বাহ্ এটাই তো চেয়েছিলাম।এখন শান্তিমত বদমাইশগিরি করতে পারব।
একটু পর অাবার অাম্মু অাসল।

-কাল না তোর পদার্থ পরীক্ষা?
-কালকে?
-হ্যাঁ,যা পড়তে বস।
হু্হ মনটা খারাপ করে পড়তে বসলাম।অারে অামি তো সবই পারি কি অার পড়ব।তাই ঘুমিয়ে গেলাম।সকালে zozo টাকে অাম্মুর কাছে রেখে কলেজে গেলাম।কলেজে দেখা মিলল চিরচেনা হারামিগুলোর সাথে।

যাইহোক পরীক্ষা শেষ করে বাইরে অাসতেই দেখা মিলল বন্ধু অাক্কাসের সাথে।অামাকে দেখেই…
-অারে দোস্ত জরিনা যে।কেমন দিলি?
-কি দিলাম?
-পরীক্ষা।!!

-ওহ্ তাই বল।কম খারাপ না।
-অামি তো মামা ৬৭অানসার করছি।
-কিহ্?পরীক্ষাই তো ৫০ এ হইছে।কেমনে কি”!
-কস কি মামা।তাইলে তো অামি এইবার রসায়নে ফার্স্ট হসু।
-কিহ্,রসায়ন????

মুখলেছটা নাচতে নাচতে চলে গেল।জানতেও পারল না অাজকে পদার্থ ছিল।হুহ্ অামার অার কি।
যাই তাড়াতাড়ি বাসায় গিয়ে অামি অার zozo অাবার বদমাইশগিরি শুরু করি।
টাটা

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

বাংলাদেশের প্রেক্ষাপটে আরপিএল: সম্ভাবনা ও গুরুত্ব

আরপিএল বর্তমান বিশ্বে দক্ষ মানবসম্পদ গঠনের জন্য প্রথাগত শিক্ষার পাশাপাশি...

কালীগঞ্জে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী ‘নরুন সরকারি উচ্চ বিদ্যালয়ে’ শিক্ষার মানোন্নয়নের...

দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন শফিক রেহমান

দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন বর্ষিয়ান সাংবাদিক শফিক রেহমান।...

বিয়ের কাজ সারলেন তালাত মাহমুদ রাফি

বিয়ে করেছেন সমন্বয়ক তালাত মাহমুদ রাফি। সোমবার (১৭ মার্চ)...

যুদ্ধ বন্ধে পুতিনের সাথে কথা বলবে ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আগামীকাল মঙ্গলবার রুশ...

সিআইডি প্রধান হলেন গাজী জসীম

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন...

দেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরী

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। দেশের মাটিতে পা রাখলেন...

পিরোজপুরে শিশু ধর্ষণের অভিযোগে পিতা-পুত্র আটক

পিরোজপুরের ইন্দুরকানীতে সপ্তম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে জোর করে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img