এবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পদত্যাগের দাবি তুলেছে চলচ্চিত্রকর্মীদের সমন্বিত সংগঠন ‘চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি’। বুধবার এফডিসিতে এক বৈঠকে এ কথা জানান কমিটির সভাপতি অভিনেতা ফারুক। কী কারণে তথ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে চলচ্চিত্র পরিবার—জানতে চাইলে বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘এর আগে জাতীয় চলচ্চিত্র উৎসবগুলোতে নায়করাজ রাজ্জাককে সভাপতি করা হতো। তিনি যেহেতু প্রয়াত হয়েছেন, সে কারণে সর্বসম্মতিক্রমে চলচ্চিত্রের কিংবদন্তি পুরুষ সৈয়দ হাসান ইমামকে সভাপতি নির্বাচিত করা হয়। এ নিয়ে বেশ কয়েকটি মিটিং হয়েছে। কিন্তু হুট করেই মঙ্গলবার (২৭ মার্চ) বিএফডিসির এমডি আমীর হোসেন মোবাইলে কল দিয়ে সৈয়দ হাসান ইমামকে এই পদে না থাকার জন্য উপর মহলের আদেশ আছে বলে জানান। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
জায়েদ খান আরো বলেন, ‘শুধু তাই নয়, সেন্সর বোর্ডকে তিনি (মন্ত্রী) প্রেশার দিয়ে কলকাতার ছবি সেন্সর করিয়ে নিচ্ছেন।’এবার চলচ্চিত্র পরিবার ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস আলাদা করে পালন করবে এবং শিগগিরই তাঁরা প্রধানমন্ত্রীর কাছে লিখিত দাবি নিয়ে যাবেন বলেও জানান জায়েদ খান। তিনি আরো জানান, হুট করে সভাপতি পরিবর্তনের বিষয়টি নিয়ে তাঁদের কথা হয়েছে এফডিসির এমডির সঙ্গে।
গত বুধবারের বৈঠকে উপস্থিত ছিলেন অভিনেতা আলমগীর, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুর রশিদ চৌধুরী, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, কার্যনির্বাহী কমিটির সদস্য সাইমন সাদিক, নৃত্যশিল্পী সমিতির সভাপতি মাসুম বাবুল, নির্মাতা এস এ হক অলীকসহ আরো অনেকে। সভা সঞ্চালনা করেন নির্মাতা মোহাম্মদ হোসেন জেমী।