Thursday, July 31, 2025
28.4 C
Dhaka

শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে বলিউডে শোকের ছায়া

কালজয়ী অভিনেত্রী শ্রীদেবী শনিবার রাত ১১টায় দুবাইতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। এরপর থেকেই টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাকে স্মরণ করে শোকবার্তা জানান শুভাকাঙ্ক্ষীরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তসহ অনেকেই শোকবার্তা জানিয়েছেন।

৫৪ বছরের জীবনে ৫০ বছরই তার কেটেছে অভিনয় করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ব্যক্তিগত টুইটার একাউন্টে বলেন, শ্রীদেবীর অসময়ে মৃত্যুতে যারপরনাই দুঃখ পেয়েছি। বর্ষীয়ান এ অভিনেত্রী তার দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অনেক স্মরণীয় পারফরমেন্স দেখিয়েছেন। তার পরিবার ও তার ভক্তদের সমবেদনা জানাচ্ছি। তার আত্মা শান্তি পাক।

তার মৃত্যুর খবর শুনে প্রিয়াঙ্কা চোপড়া টুইট করেন, আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। শ্রীদেবীকে যারা ভালোবাসতেন সবার জন্য সমবেদনা। একটি অন্ধকার দিন। প্রীতি জিনতা বলেন, জীবন কতই না ক্ষণস্থায়ী। আপনি আমাদের হৃদয়ে অমর হয়ে রইবেন।

গায়ক আদনান সামি টুইটারে লেখেন, তিনি ছিলেন ভারতের সুইটহার্ট, একজন অসাধারণ শিল্পী এবং একজন মানুষ হিসেবে অতুলনীয় গুণের অধিকারী।

ভাংড়া গায়ক দালের মেহেন্দি বলেন, শ্রীদেবীর মৃত্যুর খবরে হৃদয় ভেঙ্গে গেছে। ভগবান তার আত্মার শান্তি দিক এবং তার পরিবারকে কষ্ট সহ্য করার ক্ষমতা দিন। সুস্মিতা সেন বলেন, শ্রীদেবী ম্যাম কার্ডিয়াক এরেস্ট হয়ে মারা গেছেন। কিছুতেই কান্না থামাতে পারছি না।

দক্ষিণী সিনেমার বিখ্যাত অভিনেতা ও এক সময়ের শ্রীদেবীরসহ অভিনেতা কামাল হাসান টুইট করেন, কিশোরী থেকে বড় হয়ে উঠা পর্যন্ত তার উত্থান আমি দেখেছি। সে যে খ্যাতি পেয়েছিল সেটা সে নিজের যোগ্যতায় পেয়েছে। তার সাথে আমি অনেক ভালো সময় কাটিয়েছি। আমরা তাকে ভীষণভাবে মিস করব।

নেহা ধুপিয়া বলেন, অনেক আগেই চলে গেলেন আপনি। জ্যাকুলিন ফার্নান্দেজ বলেন, একজন সত্যিকারের কালজয়ী অভিনেত্রীর মৃত্যু।

দক্ষিণী সিনেমার মহানায়ক রজনীকান্ত বলেছেন, ফিল্ম ইন্ডাস্ট্রি একজন সত্যিকারের লিজেন্ডকে হারালো আর আমি হারালাম এক ঘনিষ্ঠ বন্ধুকে। অসম্ভব কষ্ট পেয়েছি তার মৃত্যুর সংবাদে।

শ্রীদেবীর মৃত্যুতে আরো টুইট করেছেন পরিচালক মধুর ভান্ডারকার, রাহাত ফতেহ আলী খান, এ আর রহমান, সিদ্ধার্থ মালহোত্রা, জনি লিভার, অক্ষয় কুমার, আনুশকা শর্মা, রিতেশ দেশমুখ, ফারহান আখতার, রাজীব মাসন্দ, জাভেদ জাফরিসহ নানা পেশার লোকজন।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

সঞ্জয় দত্তের নামে ৭২ কোটি টাকার সম্পত্তি লিখে যান অন্ধভক্ত নিশা পাটিল, পরে যা ঘটলো

বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের প্রতি গভীর মুগ্ধতা থেকে...

সন্তানকে ‘জঙ্গি’ বলে কটাক্ষ: নীরব থাকলেন না অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য

ধর্মীয় সহিষ্ণুতার প্রশ্নে বারবার আলোচনায় আসা ভারতের টেলিভিশন অভিনেত্রী...

মাত্র ১৯ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্রিটিশ তরুণ অভিনেত্রী রোসা টেইলর

যুক্তরাজ্যের তরুণ অভিনেত্রী রোসা টেইলর (১৯) সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে...

“আমি জানতাম না আজ কী হতে যাচ্ছে”—প্রতিবাদের সেই ১ আগস্টের অভিজ্ঞতা জানালেন আজমেরী হক বাঁধন

দেশের সাম্প্রতিক আন্দোলন ও সামাজিক ইস্যুতে নিয়মিত সোচ্চার থাকা...

৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে বিরোধের মাঝেই দিল্লিতে কারিশমা কাপুর, সঙ্গে দুই সন্তান

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরকে সম্প্রতি দিল্লিতে তার দুই সন্তান...

কলকাতায় বাংলাদেশের মডেল শান্তা পাল গ্রেপ্তার: আধার ও ভোটার কার্ডসহ মিলল একাধিক নথি

কলকাতায় ভারতের নাগরিকত্বের প্রমাণপত্রসহ গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশের মডেল ও...

নেতানিয়াহুর বাসভবনে গোপন ক্যামেরা স্থাপনের দাবি ইরানি এমপির

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে গোপন নজরদারি ক্যামেরা স্থাপন...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img