Tuesday, July 29, 2025
29.1 C
Dhaka

তিতলু পর্ব – ০৪

জুবায়ের খান

ক্লাস হচ্ছে কিন্তু তিতলুর মনোযোগ নেই । পড়ালেখায় সে বেশ পিছিয়ে গিয়েছে । সামনেই সাময়িক পরীক্ষা, কিন্তু কোনো প্রস্তুতি নেই তিতলুর । রেহানা বেগম প্রায়ই ফোন দেন তিতলুকে । অনেক কথা হয় তাঁদের । তিতলু সারাদিন কি কি করেছে তার শর্ট ডিস্ক্রিপশন শুনতে হয় রেহানাকে । তিতলু যেমন টা ভেবেছিল মা’কে ছেড়ে থাকা অসম্ভব কিন্তু এখন আর ওর তা মনে হচ্ছে না । নতুন সব কিছুতে অভ্যাস করে নিয়েছে নিজেকে । রেজাউল ইসলাম মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে তিতলুকে জিজ্ঞাস করেন, তোর মা কি একেবারেই চলে গেছে রে ? তোকে কিছু বলেছে ?

তিতলু প্রতিবার একই উত্তর, কিছুদিনের জন্য গেছেন । চলে আসবেন ।

রেজাউল ইসলাম ব্যবসায় মনোযোগ দিতে পারছেন না । রেহানার সাথে দ্বন্দ্ব চরম পর্যায় গিয়েছিল । অশান্তি অস্থিরতায় ব্যবসায় মন দিতে পারেননি এতদিন । এখনও পারছেন না । কেমন যেন শূন্যতা তার মনে ভির করে আছে । তিতলুর জন্য তার মায়া হয় । মাঝে মাঝে একা একা বিরবির করে বলেন, একা একা পনেরো বছরের একটা ছেলে বাবা মায়ের অস্বস্তিকর জীবন দেখে হয়তো খুব কষ্টই পাচ্ছে । নিজেকে খুব অপরাধী মনে করেন তিনি । বিরবির করে নিজেকে বলেন, রেহানাকে কি আনতে যাওয়া উচিৎ ? নাহ যে নিজে গেছে নিজেই আসবে ।

মাঝে মাঝে এসব ভাবতে অস্থির হয়ে যান । চিৎকার দিয়ে তিতলুকে ডাকেন । তিতলু কে বসিয়ে রবীন্দ্রনাথের কবিতা পাঠ করে শোনান । তিতলু চুপচাপ বসে বিরক্তিকর চাহুনি দিয়ে বাবার কবিতা শোনেন ।

স্কুল ছুটির সময় রাকিবের সাথে অনেক কথা হয় তিতলুর । মাঝে মাঝে বাবা মায়ের ব্যাপারটা নিয়ে রাকিবের সাথে কথা বলে তিতলু । রাকিব তিতলুকে পরামর্শ দেয়, তিতলু মাথা ঝাকিয়ে তা করার সম্মতি জানায় । রাকিব একদিন পরামর্শ দিল-

শোন তিতলু ! তোর বাবা মায়ের মধ্যে দূরত্ব কমাতে হলে ধীরে ধীরে আগাতে হবে । তোর বাবা মায়ের বিয়ের ছবি তোর বাবার ঘরের আশেপাশে রাখতে পারিস এতে তোর বাবার মন নরম হতে পারে । মাকে ফোনে বাবা সম্পর্কে ভালো ভালো কথা বলতে পারিস । আর তোর বাবা বা মায়ের ডায়েরি থাকলে তা পড়ে দেখতে পারিস । ভালো আইডিয়া পাবি ।

রাকিবের কথাগুলো তিতলুর মাথায় গেথে গেছে । বাবা মায়ের বিয়ের ছবি বের করতে হবে ভাবতেই তিতলুর কেমন যেন লজ্জা লাগে । হঠাৎ বাবার বিছানার নিচে বাক্সে খুজে পাওয়া গেল বিয়ের ছবি । তিতলু কিছুক্ষন কৌতুহল নিয়ে ছবিগুলো দেখলো । হঠাৎ ডায়েরির কথা মাথায় আসে তার । কিন্তু পুরো ঘর জুড়েই ডায়েরি খুজে পায়না সে । তিতলুদের বাসার পিছনে একটা স্টোর রুম আছে । রেহানা বেগম ও রেজাউল ইসলাম কেউ রুমটি খুব দরকার না হলে খুলে না । তিতলু জীবনে কেবল দুবার দেখেছে বাবাকে রুমটি খুলতে । রুমটিতে নিরাপত্তার তেমন কোনো হাবভাব থাকেনা কেননা রুমটি তালাবিহীন বটে কিন্তু বড্ড নোংরা ।

তিতলু স্টোর রুমের দরজা খুলতেই ভ্যবসা এক গন্ধ বের হলো । মাথার উপর মাকড়সারা সংসার গড়েছে । অনেক্ষন খোজাখুজি করে তিতলু এক কাপড়ের ব্যাগ খুজে পেল । ব্যাগটি যথেষ্ট ভারি । ব্যাগে উকি দিয়ে তিতলু দেখতে পেল অনেককিছু । ব্যাগ নিয়ে তিতলু নিজের রুমে চলে আসলো । তিতলু চাইলেই ব্যাগ থেকে সবকিছু নামিয়ে দেখতে পারে কিন্তু সে দেখেনা । তার মাঝে অজানা এক ভয় কাজ করে সাথে উত্তেজনায় কেপে উঠে পুরো শরীর । ব্যাগে হাত দিয়ে প্রথমে তিতলু একটি ডায়েরি খুজে পায় । ডায়েরিটি পরীক্ষা করে দেখতে পায় , তাতে কিছু ফোন নাম্বার ছাড়া কিছুই নেই । তিতলু আবারো ব্যাগে হাত দিয়ে কতগুলো বাচ্চার রোমাল ও জামা বের করলো সাথে বের হলো ছিড়ে যাওয়া লাল টুকটুকে শাড়ি । এসব দেখে তিতলু খানিকটা হতাশ হলো । বিরক্ত হয়ে ব্যাগটি উল্টো করে ফেলে দিল । ব্যাগের ভিতর যা যা ছিল সব বের হয়ে আসলো সাথে একটি ডায়েরিও । ডায়েরিটি দেখে তিতলুর বুক ধকধক করতে থাকে । সাহস করে সে ডায়েরি টি খুলে । ডায়েরি খুলেই তিতলু একটি ছবি দেখতে পায় । ছবিটিতে মধ্যবয়সী এক মহিলা দেখতে পায় এবং মহিলাটিকে জড়িয়ে ধরে আছে এক কিশোরী । পাশেই বসে আছে এক লোক তার কোলে একটি শিশু । তিতলু বুঝতে পারলো এটি একটি পারিবারিক ছবি । শিশুটির চেহারার সাথে ও নিজের ছোট বেলার ছবির মিল খুজে পায় । নিশ্চিত হওয়ার জন্য সে বাবার রুমে গিয়ে ঝুলে থাকা পারিবারিক ছবিটি দেখতে থাকে । তিতলুর কাছে সবকিছু অলটপালট লাগতে থাকে । সে আশ্চর্য হয়ে খুজে পাওয়া ছবিতে শিশুটির চেহারা ও তার ছোট বেলার চেহারার মিল দেখতে পায় । উত্তেজনায় তিতলু ডায়েরির পেইজ উল্টোতে থাকে । হঠাৎ করেই তার চোখ একটি পৃষ্ঠায় এসে থেমে যায় । পৃষ্ঠাটিতে তিতলু দেখতে পায় একটি দিনলিপি লেখা ।

চলবে….

অলংকরন-জুবায়ের খান খান

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা নিহত

নিউইয়র্কের ম্যানহাটনের কেন্দ্রস্থলে ঘটে গেছে একটি হৃদয়বিদারক হত্যাকাণ্ড। সোমবার...

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-পাকিস্তান অঙ্গীকার

নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের দ্বি-রাষ্ট্র সমাধান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে...

ফার্মগেটে এক্সপ্রেসওয়ের র‍্যাম্পে বাসের ধাক্কা, আহত ১

রাজধানীর ফার্মগেট এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে বাংলাদেশ সড়ক...

রামুতে অস্ত্রসহ ‘শাহীন বাহিনীর’ ম্যানেজার গ্রেপ্তার

কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রাম থেকে শাহীন বাহিনীর...

প্রতীকী মূল্যে নয়, সরকারি জমি কিনতে হবে পুরো দাম দিয়ে: অর্থ উপদেষ্টা

সরকারি জমি এখন থেকে আর কোনো সংস্থাকে প্রতীকী মূল্যে...

পাওনা টাকা নিয়ে বিরোধে কিশোরকে হত্যা, এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

নওগাঁর সাপাহার উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কিশোর...

২৯ জুলাই থেকে ৮ আগস্ট: দেশব্যাপী নৈরাজ্যের আশঙ্কা, নিরাপত্তা জোরদারে এসবির নির্দেশনা

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে ২৯ জুলাই থেকে...

২৫ বছরে দ্বিগুণ হতে পারে লিভার ক্যানসারের হার: গবেষণা

আগামী ২৫ বছরে বিশ্বজুড়ে লিভার ক্যানসারে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img