‘মাহমুদুল হাসান’-এর প্রথম গ্রন্থ ‘বিভূতির ভূষণ’

0
399

অমর একুশে গ্রন্থমেলায় তরুণ লেখক মাহমুদুল হাসানের প্রথম গ্রন্থ ‘বিভূতির ভূষণ’ আসছে। বইটি আসছে ভূমি প্রকাশনী থেকে। মাহমুদুল হাসান বর্তমান সময়ের প্রতিশ্রুতিশীল ফ্যান্টাসি থ্রিলার লেখক। অনলাইন আর অফলাইনে মিলিয়ে লেখালেখি করছেন বেশ কয়েক বছর। সৃষ্টি করে নিয়েছেন নিজস্ব জনরা।

‘বিভূতির ভূষণ’ নিয়ে লেখক জানান – ”বিভূতির ভূষণ’ লেখার সময় নির্দিষ্ট কোনো জনরা ঠিক করে লিখিনি। মাথায় একটা আইডিয়া ছিল, আমি জানতাম আমি কী করতে চাই। সেই অনুযায়ী লিখে গেছি। আমি যা করতে চেয়েছিলাম ঠিক সেটাই করেছি। কতটুকু সফল হয়েছি তা আপনারা পড়ার পর মূল্যায়ন করতে পারবেন। তবে আমার বিশ্বাস, আপনারা ভিন্ন ধরনের এক স্বাদ পাবেন এই উপন্যাসে।
একটা লেখা শেষ করার পর তাকে একটা জনরাতে ফেলতে হয়। আমারটা হয়েছে আরবান ফ্যান্টাসি। এই উপন্যাসে হিংস্রতা, অসহায়ত্ব, মনস্তাত্ত্বিক, ক্রাইম, হরর, অপ্রকাশিত প্রেম, সবকিছুর সংমিশ্রণ আছে”

বইটি পাওয়া যাবে ১৫৬-১৫৭ নম্বর স্টলে।

 

  • হাসান ইনাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here