Thursday, January 15, 2026
25 C
Dhaka

তিতলু (দ্বিতীয় পর্ব)


জুবায়ের খান

তিতলুদের দোতালা বাড়ি , নিচতলায় ড্রয়িং রুম, ডাইনিং রুম, রান্নাঘর আর গেস্ট রুম । দোতালায় একপাশে ওর বাবা মায়ের রুম অন্যপাশে ওর নিজের রুম । দুটি রুমের সাথেই আলাদা বাথরুম আর রয়েছে বিশাল ছাদছাড়া বারান্দা । এক কথায় ছিমছাম ছোট খাট দোতালা বাড়ি । ডায়নিং রুম পার হয়ে সিড়ি বেয়ে দোতালায় উঠতে হয় । তিতলু নিজের ঘরের দিকে যাওয়ার সময় দেখলো ডাইনিং টেবিলের সবকিছু তছনছ অবস্থা, ফ্লোরে কাচের গ্লাস প্লেট ভেঙে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে । সাবধানে পা ফেলে সিড়ি বেয়ে নিজের রুমে যাওয়ার সময় তিতলু ওর মায়ের কন্ঠ শুনতে পেল । কান্না করতে করতে বেশ জোরে জোরে কথা বলছেন, ওর বাবার গলাও শোনা যাচ্ছে । তিতলুর বুঝতে বাকি রইলো না ওর বাবা মায়ের মধ্যে আবার ঝগড়া হচ্ছে । সারাদিন হইহুল্লোর করে তিতলু বেশ ক্লান্ত । এসেই বাসায় এমন অবস্থা দেখে ওর অসহ্য লাগছে । নিজের রুমে গিয়ে বিছানায় দুহাত পা ছড়িয়ে শুয়ে থাকলো সে । সারাদিন যত মজা হয়েছে বাসায় এসে বাবা মায়ের সাথে সেই গল্প করবে বলে ভেবেছিল সে, কিন্তু বাসায় সেই পরিবেশ নেই । হতাশ হয়ে শুয়ে থাকে সে । কিছুক্ষন পর ফ্রেশ হয়ে গল্পের বই নিয়ে বসলো তিতলু । দু মিনিট বই হাতাহাতি করে বই রেখেদিল । গল্পের বই পড়তেও আগ্রহ পাচ্ছেনা সে । তিতলু দরজা বন্ধ করে শুয়ে পড়লো ।
বাবা মায়ের ঝগড়া তিতলুর মোটেও ভালো লাগেনা । প্রায়ই বাবা-মায়ের সাথে ঝগড়া হয় তবে আজ বোধয় একটু বেশিই খারাপ অবস্থা ।
এখন আর কোনো কথা শোনা যাচ্ছে না । ঝগড়া থেমে গেছে । একফাকে ওর বাবা এসে ওকে দেখে গেছে । বিছানায় শুয়ে শুয়ে তিতলু সারাদিনের ঘটনাগুলো নিয়ে ভাবছে । রাকিব ঠিক যেভাবে ভেবেছিল ঠিক সেভাবেই সারপ্রাইজ দিতে পেরে বেশ ভালো লাগছে ওর । রাকিবের বাসাতেও বেশ মজা হয়েছে ।
তিতলু মনে মনে ভাবতে লাগলো, ইশ রাকিবের কত মজা । দুই দুটি বোন ওকে কত ভালোবাসে । রাকিবের ছোট বোনটা কি কিউট, মাত্র ফাইভে পড়ে অথচ কী সুন্দর করে ভাইয়ের রুমটি সাজিয়েছে । বড় বোনটার তো তুলনাই হয়না, ছোট ছোট চিরকুট বক্সে ভরে একের পর এক চমক । এক চিরকুটে ছন্দ মিলিয়ে ধাঁধা বানিয়ে গিফট খুজে বের করা, সেইটা খুজে বের করার পর আরেকটি চিরকুট । এভাবে একের পর এক মজার মজার চমক । ইশ ভাইবোন থাকলে কত্ত মজা ।
তিতলু দীর্ঘ শ্বাস ফেলে ওর রুমের দেয়ালে টানানো ফ্যামিলি ফটো ফ্রেমটার দিকে তাকালো । বাবা, মা আর তিতলু । আফসস ভরা মন নিয়ে তিতলু আবার ভাবতে লাগলো, ইশ রাকিবের মত যদি আমারোও একটা বোন থাকতো । তবে হয়তো বাবা মায়ের ঝগড়ার সময় দু ভাইবোন মিলে একসাথে এই অসহ্য ও বিরক্তিকর সময়টাকে কাটিয়ে দিতে পারতাম । তাহলে হয়তো আপুকে বলতাম ” জানো আপু ? আজ সারাদিন না অনেক মজা করেছি । এক নিশ্বাসে সারাদিনের মজার কথা বলে ফেলতাম । যদি থাকতো একটা বোন ।
রাতে তিতলু খাবার জন্য রুম থেকে বের হলো না । তিতলুর মা রেহানা বেগম রুমে এসে ওকে জড়িয়ে ধরে অনেক্ষন কাঁদলেন । কেন কাঁদলেন ? কি হয়েছে কিছুই তিতলু জানেনা শুধু জানে ঝগড়া হয়েছে । তিতলু মাকে জিজ্ঞাসাও করলো না । রেহানা বেগম তিতলু কে খাবার মেখে নিজের হাতে খাইয়ে দিয়ে চলে গেলেন ।

আজ বেশ বেলা করেই ঘুম থেকে উঠলো তিতলু । হাত মুখ ধুয়ে নিচে নেমে গেল সে । খাবার টেবিলে কেউ নেই । পুরো বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে । জোরে জোরে কয়েকবার মাকে ডাকলো তিতলু কিন্তু কোনো সারাশব্দ পেলো না । কিছুক্ষন পর তিতলু মায়ের রুমে গিয়ে দেখলো মা ফ্লোরে বসে দুই হাতে মাথা রেখে চুপচাপ বসে আছে। মাকে দেখে স্বস্তির নি:শ্বাস ফেললো সে । মায়ের কাছে হাটু ভেঙে বসে বললো, মা কি হয়েছে তোমার ?
মুখ তুলে শূন্য দৃষ্টিতে রেহানা তাকিয়ে রইলেন । খুব স্বাভাবিক গলায় বললেন, তোর খিদে পেয়েছে, কিছু খাসনি । আয় খাবি চল ।
রাতুল তার মাকে থামিয়ে বললো, মা কি হয়েছে আমায় বলবে না তুমি ? বাবার সাথে আবার কী নিয়ে ঝগড়া হলো আমায় বলতো । তোমরা কেন মিলেমিশে থাকো না ? আমার তোমাদের এই ঝগড়াঝাটি একদম ভালো লাগে না মা ।
রেহানা বেগম শুধু দীর্ঘ নি:শ্বাস ফেললেন কিছু বললেন না । ছেলের কোনো কথারই জবাব নেই তার কাছে । এতো বছরের সংসার তবুও তাদের দ্বন্দ্ব কখনই মেটেনি বরং দিন কে দিন তা বেড়েই চলেছে ।
খাবার টেবিলে বসে রেহানা বেগম ছেলের সাথে কিছু কথা বলবেন বলে ঠিক করেছেন । ঠিক কিভাবে বলবেন তিনি বুঝতে পারছেন না । শুধু চেয়ে চেয়ে ছেলের খাওয়া দেখছেন । তিতলু এর মধ্যে জিজ্ঞাস করে ফেললো, আচ্ছা মা তোমার আর বাবার তো লাভ মেরিজ হয়েছে তাইনা ?
হঠাৎ এই প্রশ্ন কেন তিতলু ? এ নিয়ে কথা বলতে একটুও ইচ্ছে করছে না বলেই রান্না ঘরের উদ্দেশ্যে উঠে দাড়ালেন রেহানা বেগম । তিতলু মাকে থামিয়ে দিয়ে বললো, মা শুনো । আমার সবসময় মনে হয় তুমি আর বাবা আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ । তোমরা ঝগড়ার সময় প্রায়ই আমার কথা বলতে গিয়ে থেমে যাও । কেউ তখন কোনো কথা বলো না । কেন তোমরা এমন করো মা , আমার কাছ থেকে কি লুকাচ্ছ বলতো ? আমার কথার উত্তর তোমায় দিতেই হবে মা । এভাবে আর কতদিন বলো, আমি বেশ বুঝতে পারছি তোমরা আমার কাছ থেকে কিছু লুকাচ্ছো । মা, আমি জানতে চাই এমন কি কথা থাকতে পারে যা লুকাতে হবে । আমি আর নিতে পারছিনা মা ।
ছেলের কথাগুলো শুনে চমকে গেলেন রেহানা বেগম । তিনি একটুও ভেবে দেখেন নি ছেলে বড় হয়ে গেছে ।তিতলুর কাছ থেকে এখন কিছুই লুকিয়ে রাখা সম্ভব না । এখন সে ক্লাস নাইনে পড়ে, বয়:সন্ধিকাল । বাবা মায়ের এসব ঘটনা বেশ প্রভাব ফেলছে তিতলুর মনে ।
রেহানা বেগম ছেলের মাথায় হাত দিয়ে নরম গলায় বললেন, তুই ভুল ভাবছিস বাবা – কি লুকাবো তোর কাছে ? আসলে তোর বাবার সাথে প্রায়ই কথা কাটাকাটি হয় ঝগড়া হয় । ঝগড়া কোন ঘরে হয়না বল ?
মায়ের কথায় তিতলু আশ্বস্ত হতে পারলো না । তিতলু বুঝতে পেরেছে তার কাছ থেকে কিছু একটা লুকানো হয়েছে । প্রায়ই ঝগড়ার সময় তিতলুর বাবা ওর মাকে হুমকি দেয় এই বলে, তিতলুকে সব বলে দিব সব । তখন রেহানা বেগম পাগলের মত কান্না করেন ।

চলবে…

spot_img

আরও পড়ুন

আসন বণ্টন নিয়ে জোটের নেতাদের আলোচনার সময়সীমা নির্ধারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন...

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) আজ...

টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশু প্রাণ হারাল

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ইজি...

বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে ত্রিমুখী লড়াই

বরিশালে এবারের নির্বাচনী প্রেক্ষাপট এক বিশেষ দৃষ্টিকোণ থেকে নজরে...

আজ শুরু হচ্ছে বিপিএলের ঢাকা পর্ব

আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা...

২৭ বছর হেঁটে পৃথিবী ভ্রমণ করেছেন কার্ল বুশবি

মাত্র ৫০০ ডলার পকেটে নিয়ে ১৯৯৮ সালে ইংল্যান্ডের ইস্ট...

নিরাপত্তা নাকি খনিজ সম্পদ, কেন গ্রিনল্যান্ড পেতে মরিয়া ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার বিষয়ে...

১৫ জানুয়ারি: ২২ ক্যারেটের স্বর্ণের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছালো

দেশীয় বাজারে স্বর্ণের দাম আবারও রেকর্ডভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে...

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় কাঠের ফার্নিচারের স্টলগুলোতে ক্রেতা-দর্শনার্থীর ভিড়

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় কাঠের ফার্নিচারের প্যাভিলিয়ন ও স্টলগুলোতে ক্রেতা-দর্শনার্থীর...

ইন্টারের জয়ের রাতে পয়েন্ট খোয়াল নাপোলি

ইতালিয়ান সিরি আ'য় তীব্র প্রতিযোগিতার মধ্যে আছে। সপ্তাহে এক...

সব দায়িত্ব থেকে অব্যাহতি পাচ্ছেন নাজমুল

ক্রিকেটারদের দাবির মুখে অর্থ কমিটির প্রধানের পদসহ বিসিবির সব...

বাউফলে বিএনপি কার্যালয়ে মধ্যরাতে আগুন

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রল ছিটিয়ে...

দাবি না মানা পর্যন্ত সব ধরনের খেলা বর্জনের সিদ্ধান্ত ক্রিকেটারদের

ক্রিকেটাররা। কোয়াব-এর সভাপতি মোহাম্মদ মিথুন জানিয়েছেন, নাজমুল ইসলামের পদত্যাগ...

গণতন্ত্র রক্ষায় মৌলিক সংস্কার অপরিহার্য

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার...
spot_img

আরও পড়ুন

আসন বণ্টন নিয়ে জোটের নেতাদের আলোচনার সময়সীমা নির্ধারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় প্রকাশ করা...

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) আজ ৩৫ বছরে পা দিয়েছে। আগামীকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়টি ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে। এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, দীর্ঘ...

টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় তিন মাসের শিশু প্রাণ হারাল

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ইজি বাইক ও যাত্রীবাহী মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে তিন মাস বয়সী ঋষি মজুমদার নিহত হয়েছেন। এ ঘটনায়...

বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে ত্রিমুখী লড়াই

বরিশালে এবারের নির্বাচনী প্রেক্ষাপট এক বিশেষ দৃষ্টিকোণ থেকে নজরে আসছে। ২১টি সংসদীয় আসনে মোট ১৩১ জন প্রার্থী মাঠে আছেন, যার মধ্যে সাতটি ইসলামী ঘরানার...
spot_img