নতুন বছর এলো বলে
সিঁথী রোজ গোমেজ
তিনশো পঁয়ষট্টি দিন পরে আমি নতুন হয়ে ফিরবো।
পাখির মতো স্বাধীন হয়ে ডানা মেলে উড়বো।
সব বাঁধা বিপত্তিকে তড়িৎের বেগে জয় করবো।
অস্তিত্বের লড়াইয়ে নিজের অবস্থান দৃঢ় করতে শক্ত খুঁটি খুঁড়বো।
নিন্দুককে ঘায়েল করতে অদৃশ্য ঘাঁটি গড়ব।
জগত জুড়ে সকলের সাথে সময় নিয়ে ঘুরবো।
পৃথিবীর সব পর্বতশৃঙ্গে লাফিয়ে লাফিয়ে চড়ব।
দ্যুতিহীন হয়ে তুফানের বেগে ছুটবো।
ভিত্তিহীন কল্পনাগুলোকে বাস্তবের সাথে জুড়বো।
নিদ্রাহীন রাত্রি যাপন করে করে সারাদিন ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুমব।
তামাকপাতার স্বাদ গ্রহণ করে নেশাঘগ্রস্তের ন্যায় টলবো।
কাঠঠোকরা পাখির ন্যায় মানব মনের সব ময়লাকে ঠোকব।
পাগলের ন্যায় পাগলী হয়ে আবার তোমায় ডাকবো।
ভুল-ত্রুটিগুলো কচুপাতা দিয়ে স্নিগ্ধ-সবুজে ঢাকবো।
বৃষ্টির জলে পায়েল পায়ে ঝংকার তুলে নাচবো।
তুমি কেমন ছিলে তোমায় যাচাই করতে আবার পেছন ফিরব।
তুমি পিছনে ছায়ার মতো লাগো তবু সামনে আমি থাকবো।
আপাদমস্তক উঁচু করে দাঁড়াবো।
সমস্ত ভুল কিছুকে নতুন করে নিজের মতো ধারাব।
তোমার দেহের ক্ষতগুলোকে আঘাত দিয়ে ভালো করে নাড়বো।
হ্যাঁ, সত্যিই আমি এটা ঠিকই করতে পারবো।
রয়ে যাবে শুধু তুমি, কিন্তু আমি ঠিকই আগে বাড়বো।
আমায় আটকাতে চাইলে তোমায় দুমড়ে মুচড়ে মারবো।
তোমার থেকে সামনে আমি ঠিকই এগিয়ে রইবো।
অতীতের স্রোতের সাথে লড়াই করে সেই আমি নতুন বছর হয়ে আবার ফিরে আসবো।