Saturday, January 31, 2026
21 C
Dhaka

ইসলামী দৃষ্টিতে শক্তি নয়, বিনয়ই বিজয়ের পথ

মানুষ সাধারণত বিজয় ও সাফল্যকে শক্তি, ক্ষমতা, সম্পদ এবং সংখ্যার বিচারে মূল্যায়ন করে। ইতিহাসের বহু অধ্যায়েও দেখা যায়, অস্ত্র ও প্রভাব যাদের হাতে বেশি ছিল, বিজয় যেন তাদেরই ভাগ্যে জুটেছে। তবে ইসলামী দৃষ্টিভঙ্গি এই প্রচলিত ধারণার ভিন্ন ব্যাখ্যা দেয়। ইসলাম মনে করে, আল্লাহর সাহায্য পাওয়ার মাপকাঠি শক্তি বা সংখ্যা নয়, বরং বিনয়, অসহায়ত্ব ও হৃদয়ের গভীর আকুতি।

ইসলামের এই দর্শন স্পষ্টভাবে ফুটে উঠেছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে। সহিহ বুখারিতে বর্ণিত হাদিসে মুস‘আব ইবনু সা‘দ (রা.) বলেন, সা‘দ (রা.) একসময় মনে করেছিলেন, অন্যদের তুলনায় তাঁর মর্যাদা বেশি। তখন রাসুলুল্লাহ (সা.) বলেন, তোমরা তো দুর্বলদের দোয়ার মাধ্যমেই সাহায্য ও রিজিক প্রাপ্ত হচ্ছ। এই বক্তব্য শুধু উপদেশ নয়; বরং সমাজ ও ক্ষমতার দৃষ্টিভঙ্গিকে নতুনভাবে সংজ্ঞায়িত করে।

সা‘দ ইবনে আবি ওয়াক্কাস (রা.) ছিলেন ইসলাম গ্রহণে অগ্রগামী, বহু গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণকারী এবং দোয়া কবুলের জন্য প্রসিদ্ধ সাহাবি। এমন একজন সাহাবির মাঝেও যদি সাময়িক আত্মতৃপ্তি আসে, সেটি মানবীয়। তবে রাসুলুল্লাহ (সা.) স্পষ্ট করে বুঝিয়ে দেন—ব্যক্তিগত মর্যাদা আল্লাহর সাহায্যের নিশ্চয়তা নয়। বরং উম্মাহর বিজয় ও কল্যাণের পেছনে থাকে সেই মানুষগুলোর দোয়া, যাদের নাম পরিচিত নয়, যাদের হাতে কোনো ক্ষমতা নেই, কিন্তু যাদের অন্তর আল্লাহর কাছে ভাঙা কণ্ঠে নিবেদিত।

হাদিসে উল্লেখিত দুর্বল শব্দটি কেবল শারীরিক দুর্বলতাকে বোঝায় না। এর মধ্যে রয়েছে দরিদ্র মানুষ, অসুস্থ ও মজলুম, এতিম ও বিধবা, সামাজিকভাবে অবহেলিত ব্যক্তি এবং সেইসব মুমিন, যাদের আমল গোপন হলেও আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর। ইসলামী চিন্তাবিদরা বলেন, এসব মানুষের অন্তর অহংকারমুক্ত হওয়ায় তাদের দোয়া অধিক কবুল হয়।

ইতিহাসের দিকে তাকালেই দোয়ার এই অদৃশ্য শক্তির প্রমাণ পাওয়া যায়। বদরের যুদ্ধে মুসলমানরা ছিল সংখ্যায় কম ও অস্ত্রে দুর্বল। কিন্তু তাদের দোয়া ও আল্লাহর ওপর নির্ভরতা বিজয়ের পথ খুলে দেয়। পবিত্র কোরআনেও বলা হয়েছে, যখন মুমিনরা তাদের রবের কাছে সাহায্য প্রার্থনা করেছিল, তখন তিনি তাদের ডাকে সাড়া দিয়েছিলেন।

বর্তমান সমাজে উন্নয়ন, সাফল্য ও বিজয়ের হিসাব প্রায়ই অর্থ, পরিকল্পনা ও ক্ষমতার ভিত্তিতে করা হয়। অথচ সমাজের প্রান্তিক মানুষ—মাদরাসার দরিদ্র ছাত্র, গ্রামের ইমাম, নীরব মুমিন নারী—অনেক সময় অবহেলিত থেকে যান। ইসলামের এই শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয়, যে সমাজ দুর্বলদের অবহেলা করে, সে সমাজ আল্লাহর সাহায্য থেকেও নিজেকে বঞ্চিত করে।

ইসলাম শক্তিকে অস্বীকার করেনি, বরং শক্তির অহংকার ভেঙে দিয়েছে। আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান সেই হৃদয়, যা বিনয়ী; সবচেয়ে কার্যকর সেই দোয়া, যা নিঃশব্দে ওঠে। তাই দুর্বলদের অবহেলা নয়, বরং তাদের সম্মান ও দোয়াকেই ইসলামে বিজয় ও রিজিকের নীরব উৎস হিসেবে বিবেচনা করা হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ডার্ক ম্যাটারের মানচিত্রে মিল্কিওয়ে ও ছায়াপথের অব্যাখ্যিত রহস্য

মহাবিশ্বের রহস্যময় ডার্ক ম্যাটারের এ পর্যন্ত সবচেয়ে নিখুঁত মানচিত্র...

বার্ধক্যে পিতা-মাতার সেবাযত্ন কেন ঈমানের অংশ

প্রতি সদ্ব্যবহার। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা তাঁর ইবাদতের নির্দেশের...

রঙে ভিন্ন, পুষ্টিতে সমৃদ্ধ ফুলকপি

শীত মৌসুম এলেই সবজির বাজারে ফুলকপির আধিপত্য দেখা যায়।...

কৃত্রিম বুদ্ধিমত্তায় মহাকাশ গবেষণায় বড় সাফল্য

টেলিস্কোপের দীর্ঘদিনের সংরক্ষিত তথ্য বিশ্লেষণ করে নতুন একটি এআই...

পুষ্টিগুণে ভরপুর সিমের বিচির চার পদ

শীত মৌসুমে সবজি বাজারের অন্যতম আকর্ষণ সিমের বিচি। প্রোটিনসমৃদ্ধ...

প্রাণী থেকে মানুষের দেহে যেভাবে ছড়ায় নিপা

ভারতের পশ্চিমবঙ্গে সম্প্রতি প্রাণঘাতী নিপা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত...

মিথ্যার অভ্যাস যেভাবে মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়

মানবজীবনে সত্য ও মিথ্যা—এই দুই বিপরীত নৈতিক পথের পরিণতি...

অলসতা কাটিয়ে ছুটির দিন কাজে লাগানোর উপায়

ব্যস্ত জীবনের একঘেয়েমির মধ্যে ছুটির দিন অনেকের কাছেই স্বস্তির...

পূর্ণিমা কি সত্যিই মানুষের আচরণ বদলায়

মহাকাশ ও মানুষের মনের সম্পর্ক নিয়ে মানুষের কৌতূহল বহু...

নিজের সুখকে অগ্রাধিকার দিন

এড়িয়ে নিজেকে সত্যিকারের সুখী হিসেবে গড়ে তোলা সম্ভব। বিশেষজ্ঞরা...

মৃত্যুর মুহূর্তে আফসোস

মানুষকে আল্লাহ তায়ালা পার্থিব জীবনে ইচ্ছাধিকার দিয়েছেন। মৃত্যুর সময়...

শবে বরাতে কি ভাগ্য লেখা হয়?

শবে বরাত ইসলামী ক্যালেন্ডারে ১৪ শাবানকে বলা হয়। মুসলিমদের...

সম্পর্ক রক্ষায় বুদ্ধিমানের দৃষ্টিভঙ্গি

উচ্চ IQ ও EQ সম্পন্ন বুদ্ধিমান ব্যক্তিরা সব বিষয়ে...

কনটেন্ট নির্মাতাদের নতুন চ্যালেঞ্জ

মেটা ফেসবুকে লিংক শেয়ার নিয়ে নতুন পরীক্ষা শুরু করেছে।...
spot_img

আরও পড়ুন

ডার্ক ম্যাটারের মানচিত্রে মিল্কিওয়ে ও ছায়াপথের অব্যাখ্যিত রহস্য

মহাবিশ্বের রহস্যময় ডার্ক ম্যাটারের এ পর্যন্ত সবচেয়ে নিখুঁত মানচিত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা। এই মানচিত্র থেকে বোঝা যাচ্ছে কীভাবে ডার্ক ম্যাটার আমাদের আশপাশের তারা, ছায়াপথ...

বার্ধক্যে পিতা-মাতার সেবাযত্ন কেন ঈমানের অংশ

প্রতি সদ্ব্যবহার। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা তাঁর ইবাদতের নির্দেশের সঙ্গে সঙ্গে পিতা-মাতার প্রতি আদব, সম্মান ও সদাচরণের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছেন। এতে প্রমাণিত হয়,...

রঙে ভিন্ন, পুষ্টিতে সমৃদ্ধ ফুলকপি

শীত মৌসুম এলেই সবজির বাজারে ফুলকপির আধিপত্য দেখা যায়। তবে এবছর বাজারে শুধু পরিচিত সাদা ফুলকপিই নয়, তার সঙ্গে যুক্ত হয়েছে বেগুনি, কমলা ও...

কৃত্রিম বুদ্ধিমত্তায় মহাকাশ গবেষণায় বড় সাফল্য

টেলিস্কোপের দীর্ঘদিনের সংরক্ষিত তথ্য বিশ্লেষণ করে নতুন একটি এআই টুলের মাধ্যমে বিজ্ঞানীরা ৮০০টিরও বেশি সম্পূর্ণ নতুন ও বিরল মহাজাগতিক বস্তুর সন্ধান পেয়েছেন। এসব বস্তু...
spot_img