Saturday, January 31, 2026
21 C
Dhaka

প্রাণী থেকে মানুষের দেহে যেভাবে ছড়ায় নিপা

ভারতের পশ্চিমবঙ্গে সম্প্রতি প্রাণঘাতী নিপা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ তাদের বিমানবন্দর ও সীমান্ত এলাকায় উচ্চ সতর্কতা জারি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারত সরকার নানা পদক্ষেপ নেওয়ার কথা জানালেও ভাইরাসটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও জল্পনা বাড়ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বর মাসে ভারতের পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসে দুইজন আক্রান্ত হন। সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় থাইল্যান্ড, নেপাল ও ভিয়েতনামসহ কয়েকটি দেশ বিমানবন্দরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে। এসব দেশে ভারত থেকে আগত যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপা ও স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমবঙ্গে আক্রান্ত ওই দুইজনের শরীরে নিপা ভাইরাস শনাক্ত হলেও পরিস্থিতি সময়মতো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা প্রায় ২০০ জনের পরীক্ষা করা হলেও নতুন কোনো সংক্রমণ ধরা পড়েনি। তবে রোগীদের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

নিপা ভাইরাস মূলত শূকর ও ফলখেকো বাদুড়ের মতো প্রাণী থেকে মানুষের দেহে ছড়ায়। এসব প্রাণীর সঙ্গে সরাসরি সংস্পর্শে এলে কিংবা তাদের লালা বা মলমূত্রের মাধ্যমে মানুষ আক্রান্ত হতে পারে। মানুষের শরীরে প্রবেশের পর ভাইরাসটি সাধারণত চার থেকে ১৪ দিন পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকে।

সংক্রমণের প্রাথমিক লক্ষণ হিসেবে তীব্র জ্বর, বমি বমি ভাব, বমি এবং শ্বাসকষ্ট দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে এটি নিউমোনিয়ায় রূপ নেয়। গুরুতর অবস্থায় মস্তিষ্কে প্রদাহ বা ফোলা তৈরি হয়, যার ফলে তন্দ্রাচ্ছন্ন ভাব ও খিঁচুনিসহ স্নায়বিক জটিলতা দেখা দেয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, একজন থেকে আরেকজনের দেহে নিপা ভাইরাস ছড়ানোর হার তুলনামূলক কম হলেও এটি মহামারীর জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। কারণ, এই ভাইরাসের কোনো কার্যকর প্রতিষেধক বা টিকা নেই। সংক্রমিতদের মধ্যে মৃত্যুহার প্রায় ৪০ থেকে ৭৫ শতাংশ, যা কোভিড-১৯-এর তুলনায় অনেক বেশি।

১৯৯৮ সালে মালয়েশিয়ায় শূকর খামারিদের মধ্যে প্রথম নিপা ভাইরাস শনাক্ত হয়। সে সময় এক শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। যে এলাকায় প্রথম ভাইরাসটির উপস্থিতি ধরা পড়ে, সেই নাম থেকেই এর নামকরণ করা হয়। এরপর থেকে ভারত, বাংলাদেশ, ফিলিপিন্স, সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশে প্রায় নিয়মিতভাবেই এর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে।

ভারতে প্রথম নিপা রোগী শনাক্ত হয় ২০০১ সালে পশ্চিমবঙ্গে। এই রাজ্যটির সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে। বাংলাদেশে নিপা সংক্রমণের পেছনে কাঁচা খেজুরের রস পানকে একটি বড় কারণ হিসেবে ধরা হয়, কারণ ফলখেকো বাদুড় সাধারণত খেজুর গাছে বসবাস করে। ভারতের কেরালা রাজ্যে ২০১৮ সালে নিপা ভাইরাসে অন্তত ১৭ জন মারা যান। পরে ২০২৩ সালেও সেখানে দুইজনের মৃত্যু হয়।

ভারতের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ২০০৭ সালের পর পশ্চিমবঙ্গে এবারই প্রথম নিপা রোগী শনাক্ত হওয়ায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। নজরদারি জোরদার, ল্যাবরেটরি পরীক্ষা ও মাঠপর্যায়ে তদন্তের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে তারা।

ভারতের বাইরে থাইল্যান্ড, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া বিমানবন্দর ও সীমান্ত এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে। মিয়ানমার জরুরি প্রয়োজন ছাড়া পশ্চিমবঙ্গ সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। চীনও সীমান্ত এলাকায় রোগ প্রতিরোধ ব্যবস্থায় বাড়তি সতর্কতা নিয়েছে।

এদিকে ভারতে নিপা সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে—এমন গুজবকে ভিত্তিহীন ও ভুল বলে নাকচ করেছে ভারত সরকার।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ডার্ক ম্যাটারের মানচিত্রে মিল্কিওয়ে ও ছায়াপথের অব্যাখ্যিত রহস্য

মহাবিশ্বের রহস্যময় ডার্ক ম্যাটারের এ পর্যন্ত সবচেয়ে নিখুঁত মানচিত্র...

বার্ধক্যে পিতা-মাতার সেবাযত্ন কেন ঈমানের অংশ

প্রতি সদ্ব্যবহার। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা তাঁর ইবাদতের নির্দেশের...

রঙে ভিন্ন, পুষ্টিতে সমৃদ্ধ ফুলকপি

শীত মৌসুম এলেই সবজির বাজারে ফুলকপির আধিপত্য দেখা যায়।...

কৃত্রিম বুদ্ধিমত্তায় মহাকাশ গবেষণায় বড় সাফল্য

টেলিস্কোপের দীর্ঘদিনের সংরক্ষিত তথ্য বিশ্লেষণ করে নতুন একটি এআই...

ইসলামী দৃষ্টিতে শক্তি নয়, বিনয়ই বিজয়ের পথ

মানুষ সাধারণত বিজয় ও সাফল্যকে শক্তি, ক্ষমতা, সম্পদ এবং...

পুষ্টিগুণে ভরপুর সিমের বিচির চার পদ

শীত মৌসুমে সবজি বাজারের অন্যতম আকর্ষণ সিমের বিচি। প্রোটিনসমৃদ্ধ...

মিথ্যার অভ্যাস যেভাবে মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়

মানবজীবনে সত্য ও মিথ্যা—এই দুই বিপরীত নৈতিক পথের পরিণতি...

অলসতা কাটিয়ে ছুটির দিন কাজে লাগানোর উপায়

ব্যস্ত জীবনের একঘেয়েমির মধ্যে ছুটির দিন অনেকের কাছেই স্বস্তির...

পূর্ণিমা কি সত্যিই মানুষের আচরণ বদলায়

মহাকাশ ও মানুষের মনের সম্পর্ক নিয়ে মানুষের কৌতূহল বহু...

নিজের সুখকে অগ্রাধিকার দিন

এড়িয়ে নিজেকে সত্যিকারের সুখী হিসেবে গড়ে তোলা সম্ভব। বিশেষজ্ঞরা...

মৃত্যুর মুহূর্তে আফসোস

মানুষকে আল্লাহ তায়ালা পার্থিব জীবনে ইচ্ছাধিকার দিয়েছেন। মৃত্যুর সময়...

শবে বরাতে কি ভাগ্য লেখা হয়?

শবে বরাত ইসলামী ক্যালেন্ডারে ১৪ শাবানকে বলা হয়। মুসলিমদের...

সম্পর্ক রক্ষায় বুদ্ধিমানের দৃষ্টিভঙ্গি

উচ্চ IQ ও EQ সম্পন্ন বুদ্ধিমান ব্যক্তিরা সব বিষয়ে...

কনটেন্ট নির্মাতাদের নতুন চ্যালেঞ্জ

মেটা ফেসবুকে লিংক শেয়ার নিয়ে নতুন পরীক্ষা শুরু করেছে।...
spot_img

আরও পড়ুন

ডার্ক ম্যাটারের মানচিত্রে মিল্কিওয়ে ও ছায়াপথের অব্যাখ্যিত রহস্য

মহাবিশ্বের রহস্যময় ডার্ক ম্যাটারের এ পর্যন্ত সবচেয়ে নিখুঁত মানচিত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা। এই মানচিত্র থেকে বোঝা যাচ্ছে কীভাবে ডার্ক ম্যাটার আমাদের আশপাশের তারা, ছায়াপথ...

বার্ধক্যে পিতা-মাতার সেবাযত্ন কেন ঈমানের অংশ

প্রতি সদ্ব্যবহার। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা তাঁর ইবাদতের নির্দেশের সঙ্গে সঙ্গে পিতা-মাতার প্রতি আদব, সম্মান ও সদাচরণের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছেন। এতে প্রমাণিত হয়,...

রঙে ভিন্ন, পুষ্টিতে সমৃদ্ধ ফুলকপি

শীত মৌসুম এলেই সবজির বাজারে ফুলকপির আধিপত্য দেখা যায়। তবে এবছর বাজারে শুধু পরিচিত সাদা ফুলকপিই নয়, তার সঙ্গে যুক্ত হয়েছে বেগুনি, কমলা ও...

কৃত্রিম বুদ্ধিমত্তায় মহাকাশ গবেষণায় বড় সাফল্য

টেলিস্কোপের দীর্ঘদিনের সংরক্ষিত তথ্য বিশ্লেষণ করে নতুন একটি এআই টুলের মাধ্যমে বিজ্ঞানীরা ৮০০টিরও বেশি সম্পূর্ণ নতুন ও বিরল মহাজাগতিক বস্তুর সন্ধান পেয়েছেন। এসব বস্তু...
spot_img