মেটা ফেসবুকে লিংক শেয়ার নিয়ে নতুন পরীক্ষা শুরু করেছে। প্রফেশনাল মোড ব্যবহারকারী ও ফেসবুক পেজের জন্য লিংক পোস্টের সংখ্যা সীমিত করা হয়েছে। নির্দিষ্ট সংখ্যার বেশি লিংক দিতে চাইলে মাসে অন্তত ১৪.৯৯ ডলার দিয়ে মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন নিতে হবে।
পরিবর্তনের বিস্তারিত:
- ব্যবহারকারীরা সর্বোচ্চ চারটি লিংক পোস্ট করতে পারবেন।
- মন্তব্যে লিংক দেওয়া, অ্যাফিলিয়েট লিংক ব্যবহার এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে ভেতরের পোস্টের লিংক শেয়ার করার কোনো বাধা নেই।
- সংবাদমাধ্যম বা প্রকাশকরা আপাতত পরীক্ষার আওতায় নেই।
- বিশ্লেষকরা মনে করছেন, সীমা কার্যকর হলে কনটেন্ট নির্মাতারা মেটার নিজস্ব প্ল্যাটফর্মে বেশি কনটেন্ট প্রকাশ করতে বাধ্য হবেন।
সিএ/এমআর


