অফিসে অনেক সময় ঈর্ষান্বিত সহকর্মীদের সঙ্গে কাজ করতে হয়। এটি মানসিক চাপ বাড়াতে পারে। তবে সঠিক পদ্ধতিতে পরিস্থিতি মোকাবিলা করলে সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
পেশাদার হোন ও শান্ত থাকুন:
ঈর্ষান্বিত সহকর্মীদের নেতিবাচক আচরণে উত্তেজিত না হয়ে কর্তব্যে মনোযোগ দিন। আবেগপ্রবণ হওয়ার পরিবর্তে, শান্ত ও বিজ্ঞভাবে প্রতিক্রিয়া দেখানো সবচেয়ে কার্যকর।
নেতিবাচক আচরণের সঙ্গে জড়ানো এড়িয়ে চলুন:
ঈর্ষান্বিত সহকর্মীরা গুজব ছড়িয়ে বা হেয় প্রতিক্রিয়া দেখাতে পারে। তাদের সঙ্গে যুক্ত হওয়া মানে আগুনে ঘি দেওয়া। বিনয়ের সঙ্গে নেতিবাচক কথোপকথন এড়িয়ে নিজের মনোবল রক্ষা করুন।
নিজের কাজ ও শক্তির ওপর মনোযোগ দিন:
এই ধরনের সহকর্মীরা নিজের অক্ষমতা নিয়ে অনিরাপদ বোধ করে। তাই তাদের ঈর্ষা মোকাবিলা করার সবচেয়ে ভালো উপায় হলো নিজের কাজের দিকে মনোযোগ রাখা। সাফল্যই নেতিবাচকতার সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া।
সিএ/এমআর


