আসন্ন রমজানকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল তাদের বার্ষিক জুদ ক্যাম্পেইনের আওতায় ১২ লাখ মানুষের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণের ঘোষণা দিয়েছে। এর মধ্যে শারজাহর বিভিন্ন এলাকায় ৯ লাখ মানুষের কাছে ইফতার পৌঁছানো হবে এবং বাকি ৩ লাখ ইফতার বিতরণ করা হবে বিশ্বের ৫১টি দেশের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে।
সংস্থাটির নির্বাহী পরিচালক আবদুল্লাহ সুলতান বিন খাদেম জানিয়েছেন, ইফতার ফর ফাস্টিং পারসনস কর্মসূচি এখন শুধু খাদ্য বিতরণের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি সামাজিক সংহতি ও মানবিক সহমর্মিতার একটি শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে। তিনি বলেন, প্রতি বছর হাজারো পরিবার, শ্রমজীবী মানুষ ও স্বল্প আয়ের মানুষ এই সহায়তার ওপর নির্ভর করেন, যা রমজানে তাদের দৈনন্দিন চাপ অনেকটাই কমিয়ে দেয়।
কর্তৃপক্ষ জানায়, শারজাহ আমিরাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কৌশলগতভাবে বিতরণকেন্দ্র স্থাপন করা হয়েছে, যাতে সর্বাধিক মানুষের কাছে খাবার পৌঁছানো যায়। বিদেশে ইফতার পাঠানোর ক্ষেত্রে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে, বিশেষ করে যেসব অঞ্চলে খাদ্যসংকট প্রকট।
আবদুল্লাহ বিন খাদেম আরও জানান, এই মানবিক উদ্যোগে অংশ নিতে দাতাদের সহায়তা আহ্বান করা হয়েছে। অনুদানের পরিমাণ যাই হোক না কেন, প্রতিটি সহযোগিতাই কর্মসূচির বিস্তার ঘটাতে সহায়ক হবে এবং আরও বেশি রোজাদারের মুখে খাবার পৌঁছে দিতে সহায়তা করবে। শারজাহ চ্যারিটির লক্ষ্য হলো রমজানে অভাবী মানুষের কষ্ট লাঘব করা এবং মানবিক সহায়তার পরিধি আরও বিস্তৃত করা।
সিএ/এমআর


