চীনের ইওউ শহরে এক কারখানার ভুল থেকেই জন্ম নিয়েছে বছরের সবচেয়ে আলোচিত খেলনা ‘ক্রাইং হর্স’ বা কান্নারত ঘোড়া। নববর্ষ উপলক্ষে তৈরি এই লাল রঙের প্লাশ ঘোড়ার মুখ ত্রুটিপূর্ণভাবে সেলাই হওয়ায় এর চোখ ও মুখে বিষণ্ন ভাব দেখা যাচ্ছে, যা তরুণদের মধ্যে বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে।
ঝেজিয়াং প্রদেশের ইয়ু ইন্টারন্যাশনাল ট্রেড সিটিতে এই খেলনার প্রদর্শনীতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। মূলত নববর্ষ উপলক্ষে তৈরি হওয়া খেলনাটির মুখ উল্টো সেলাই হওয়ায় দোকান মালিক প্রথমে সেটি ফেরত নিতে চেয়েছিলেন। তবে সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হওয়ায় ক্রেতাদের মধ্যে চাহিদা বেড়ে গেছে।
দোকান মালিক ঝাং হুওচিং বলেন, ‘সত্যি বলতে আমি প্রথমে অবাক হয়েছি। আমার কাছে খেলনাটি দেখতে সুন্দর লাগছে না। কিন্তু তরুণরা হয়তো এটি পছন্দ করছে। আমরা এখন ক্রেতার চাহিদার সঙ্গে মানিয়ে চলছি।’ তিনি আরও জানান, ত্রুটিটি আবিষ্কার করার পর ক্রেতাদের টাকা ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েও সেটি ফেরত দেওয়া হয়নি।
অনলাইন ব্যবহারকারীরা বলছেন, অফিসে কাজের সময় তাদের মনোভাব খেলনার মতোই হয়, আর কাজ শেষে তারা হয় হাসিমুখের ঘোড়ার মতো। এর ফলে বিক্রেতারা কান্নার ঘোড়ার উৎপাদন অব্যাহত রেখেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই খেলনা আধুনিক কর্মজীবী মানুষের মানসিক চাপের প্রতিচ্ছবি। চীনা রাশিচক্র অনুযায়ী ঘোড়ার বছরে এই ভুলে তৈরি খেলনাটি সবচেয়ে আলোচিত আইকন হিসেবে উদ্ভাসিত হয়েছে।
সিএ/এসএ


