মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক টানাপোড়েনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার পর এবার রাশিয়ার আস্থা অর্জনে সক্রিয় হয়েছে সিরিয়া। কৌশলগত মিত্র হিসেবে দীর্ঘদিন ধরে মস্কোর ওপর নির্ভরশীল দেশটি বর্তমানে রুশ নেতৃত্বকে নতুন করে আশ্বস্ত করার উদ্যোগ নিয়েছে বলে জানা যাচ্ছে। বিশেষ করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার কাছ থেকে নিরাপত্তা, সামরিক সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে স্পষ্ট নিশ্চয়তা চাইছেন।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, সিরিয়ার বর্তমান নেতৃত্ব রাশিয়াকে বোঝাতে চাচ্ছে যে দেশটি এখনও মস্কোর মধ্যপ্রাচ্য নীতির গুরুত্বপূর্ণ অংশীদার। সিরিয়ার ভূখণ্ডে রাশিয়ার সামরিক ঘাঁটি, বিশেষ করে তারতুস নৌঘাঁটি ও হামেইমিম বিমানঘাঁটির নিরাপত্তা অক্ষুণ্ন রাখাই এই আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু। পুতিন প্রশাসন চাইছে, যেকোনো আন্তর্জাতিক বা আঞ্চলিক পরিবর্তনের মধ্যেও এসব ঘাঁটির কার্যক্রম যেন ব্যাহত না হয়।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে সিরিয়ার যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানো মস্কোর মধ্যে কিছুটা উদ্বেগ সৃষ্টি করেছে। সেই প্রেক্ষাপটে রাশিয়ার আস্থা ধরে রাখতে সিরিয়া কূটনৈতিক ভারসাম্য রক্ষার পথে হাঁটছে। রাশিয়া চায়, সিরিয়া যেন কোনোভাবেই পশ্চিমা চাপের মুখে তাদের দীর্ঘদিনের সামরিক ও রাজনৈতিক সহযোগিতা দুর্বল না করে।
অন্যদিকে সিরিয়ার পক্ষ থেকে জানানো হচ্ছে, দেশটির লক্ষ্য বহুমুখী কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা হলেও রাশিয়ার সঙ্গে সম্পর্ককে তারা কৌশলগত ও দীর্ঘমেয়াদি হিসেবেই বিবেচনা করছে। আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং যুদ্ধোত্তর পুনর্গঠনে রাশিয়ার ভূমিকা অপরিহার্য বলে মনে করছে দামেস্ক।
সিএ/এসএ


