যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় দায়িত্বপ্রাপ্ত ভারতীয় বংশোদ্ভূত এক শীর্ষ সাইবার নিরাপত্তা কর্মকর্তা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিতে স্পর্শকাতর সরকারি ফাইল আপলোড করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসার পর যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাপনা ও গোপন তথ্য সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ওই কর্মকর্তা সাইবার ঝুঁকি বিশ্লেষণ ও নীতিগত সহায়তার উদ্দেশ্যে চ্যাটজিপিটির সহায়তা নিতে গিয়ে অভ্যন্তরীণ ও সংবেদনশীল নথি প্ল্যাটফর্মটিতে আপলোড করেন। এসব নথিতে অবকাঠামোগত নিরাপত্তা, সাইবার হুমকি মূল্যায়ন ও কৌশলগত তথ্য অন্তর্ভুক্ত ছিল বলে দাবি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিশ্লেষকদের মতে, কোনো বেসরকারি এআই প্ল্যাটফর্মে এ ধরনের তথ্য আপলোড করা গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। কারণ, এসব প্ল্যাটফর্মে দেওয়া তথ্য কীভাবে সংরক্ষিত বা ব্যবহৃত হচ্ছে, সে বিষয়ে ব্যবহারকারীর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে না। ফলে রাষ্ট্রীয় গোপনীয়তা ও ডেটা সুরক্ষা প্রশ্নের মুখে পড়ে।
এ ঘটনায় ট্রাম্প প্রশাসনের সময়কার সাইবার নিরাপত্তা নীতিমালা ও অভ্যন্তরীণ নজরদারি ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। সাবেক ও বর্তমান কর্মকর্তাদের একটি অংশ বলছেন, এআই ব্যবহারের ক্ষেত্রে স্পষ্ট নির্দেশনা ও সীমারেখা না থাকায় এ ধরনের ঘটনা ঘটেছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর সংশ্লিষ্ট দপ্তর অভ্যন্তরীণ পর্যালোচনা শুরু করেছে বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো শাস্তিমূলক ব্যবস্থা বা আইনি পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়নি।
সিএ/এসএ


