ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ভোটারদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ভোটের আগের দিন বিকেল থেকে শুরু করে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত সবাইকে সজাগ থাকতে হবে, যেন কেউ ভোট কারচুপির স্বপ্ন না দেখে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
রুমিন ফারহানা বলেন, ভোটারদের ভোট নিরাপদ আছে কি না, তা নিজেরাই খেয়াল রাখতে হবে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ এলাকার মানুষ একসঙ্গে থেকে যেকোনো অনিয়ম প্রতিহত করবে।
হাঁস প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, হাঁস হলো সততা ও সাহসের প্রতীক। এটি সংসদে দাঁড়িয়ে ৩০০ আসনের এমপিদের বিরুদ্ধে কথা বলার প্রতীক।
তিনি টাকার বিনিময়ে বা ভয়ভীতির মুখে অন্য কোথাও ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, একটি ভোট অত্যন্ত মূল্যবান। এই ভোট শুধু নিজের নয়, সন্তান ও এলাকার ভবিষ্যতের সঙ্গে জড়িত। কেউ আজ যদি ভোট কিনতে চায়, তাহলে আগামীকাল সেই টাকার মূল্য আপনার অধিকার কেড়ে নিয়ে আদায় করবে। দুনিয়াতে ফ্রি বলে কিছু নেই।
৫ আগস্টের পরের পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক মানুষের নামে মামলা হয়েছে। কোথাও বলা হচ্ছে টাকা দিলে মামলা উঠিয়ে দেওয়া হবে, টাকা না দিলে মামলায় নাম ঢোকানো হবে। ভোটারদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, তারা কি আবারও এমন অপশাসন চান।
রুমিন ফারহানা বলেন, তিনি কারো ওপর কোনো জুলুম করেননি। তাই হাঁস মার্কার বাইরে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
সিএ/এএ


