রাজধানীর সবুজবাগে বাথরুমে ধূমপানের সময় জমা থাকা গ্যাসের আগুনে দগ্ধ হয়ে একজন যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
নিহত হাসমত ওরফে বাবু (২২) বাংলাদেশ বিদ্যুৎ ভবনের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। তিনি জামালপুর জেলার মেলান্দহ থানা জাঙ্গালিয়া গ্রামের মো. মোস্তফার ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়।
হাসমতের বাবা মোস্তফা জানিয়েছেন, গত শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সবুজবাগের ভাড়া বাসা মায়াকাননে ধূমপানের উদ্দেশ্যে বাথরুমে ঢুকে দিয়াশলাই জ্বালালে মুহূর্তেই আগুন লেগে যায়। এতে হাসমত দগ্ধ হন।
পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে বুধবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম জানিয়েছেন, হাসমতের শরীরের ৫৮ শতাংশ দগ্ধ হয়েছিল। এছাড়া পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিএ/এএ


