যদি রমজানে অসুস্থতা, সফর বা অন্য শরঈ ওজর থাকে, রোজা ভেঙে পরে কাজা করা যায়। আল্লাহ বলেন, রমজান মানুষের জন্য হিদায়াতস্বরূপ। অসুস্থ বা সফররত ব্যক্তিরা পরে কাজা রোজা পূরণ করবেন (সুরা বাকারা: ১৮৫)।
রমজানের রোজা ইচ্ছাকৃতভাবে ভাঙলে, কাজার সঙ্গে কাফফারা দেওয়া বাধ্যতামূলক। শাবান মাসে পূর্ববর্তী রমজানের কাজা রোজা আদায় করার চেষ্টা করা উচিত। সাহাবায়ে কেরামও পূর্ববর্তী রোজা শাবান মাসে শেষ করতেন।
সিএ/এমআর


