নামাজের সিজদা থেকে ওঠার সময় হাতে ভর দেওয়া কবে করা যাবে, কবে নয়—এটি সুন্নত অনুযায়ী নির্ধারিত।
- স্বাভাবিক অবস্থায়: কোনো ওজর না থাকলে হাতে ভর না দিয়ে ওঠা সুন্নত।
- অসুস্থ বা কষ্টে: হাতে ভর দেওয়া অনুমোদিত।
রাসুলুল্লাহ (সা.) হাঁটু রাখার পর হাত রাখতেন, সিজদা থেকে ওঠার সময় হাত ওঠানোর পর হাঁটু ওঠাতেন। পুরুষদের জন্য কনুই জমিন থেকে পৃথক রাখা সুন্নত, নারীদের জন্য কনুই ও বাহু জমিনের সাথে মিলিয়ে রাখা উত্তম।
সিএ/এমআর


