মহাবিশ্বের প্রতিটি ভরযুক্ত বস্তু একে অপরকে মহাকর্ষ বলের মাধ্যমে আকর্ষণ করে। নিউটনের সূত্র অনুযায়ী, সূর্য এবং পৃথিবীর মতো বস্তু একে অপরকে দূর থেকে আকর্ষণ করতে পারে। কিন্তু নিউটন ব্যাখ্যা করতে পারেননি, কীভাবে সূর্য, যেটি কোটি মাইল দূরে, পৃথিবীকে টেনে রাখে।
এ সমস্যা সমাধান করেন আইনস্টাইন। তিনি জেনারেল থিওরি অব রিলেটিভিটি আবিষ্কার করে দেখান, মহাজগতে বস্তুগুলো চারপাশের মহাশূন্যকে (স্পেস) বাঁকিয়ে দেয়। ফলে ওই অঞ্চলে একটি প্রভাব বলয় তৈরি হয়, যার মাধ্যমে মহাকর্ষ বল কাজ করে। আইনস্টাইন আরও দেখান যে, আলোর গতির চেয়ে দ্রুত কোনো সংকেত পৌঁছাতে পারে না।
নিউটনের সূত্র সৌরজগতে কার্যকর হলেও, মহাকর্ষ বলের দূরবর্তী কার্যকারিতা ব্যাখ্যা করতে পারতেন না। প্রায় ২০০ বছর ধরে এ বিষয় অজানা ছিল। আইনস্টাইনই প্রথম বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন, যা আমাদের মহাবিশ্বের বোঝাপড়াকে বদলে দিয়েছে
সিএ/এমআর


