মৃত প্রাণীর গোশত সাধারণত হারাম, তবে মৃত মাছ খাওয়া হালাল। পবিত্র কোরআনে (সুরা নাহল, আয়াত: ১৪) এবং তিরমিজি শরিফের হাদিসে এটি স্পষ্টভাবে উল্লেখ আছে। মুসলিমরা যেসব হালাল মাছ খায়, তা মৃত অবস্থাতেও গ্রহণযোগ্য।
সফরে নামাজের ক্ষেত্রে, মুসাফির যদি ভুলবশত চার রাকাত আদায় করে, তবে সিজদায়ে সাহু করলে নামাজ শুদ্ধ হয়। তবে ইচ্ছাকৃতভাবে চার রাকাত পড়লে নামাজটি আবার করা ওয়াজিব।
সূত্র: সুরা নাহল, আয়াত : ১৪, তিরমিজি, হাদিস : ৬৯, ইবনে মাজাহ, হাদিস : ৩৩১৪, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১১/৩৮৯
সিএ/এমআর


