ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি দিককে নৈতিকতার আলোকে পরিচালিত করার নির্দেশ দেয়। ইসলামের অন্যতম মৌলিক নীতি হলো সত্যবাদিতা। সত্যবাদিতা শুধু নৈতিক গুণ নয়, এটি ঈমানের অপরিহার্য অংশ। মিথ্যা বলা, প্রতারণা করা ও মিথ্যা আশ্বাস দেওয়া ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ।
নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের দেওয়া মিথ্যা বা অবাস্তব প্রতিশ্রুতি শরিয়তের দৃষ্টিতে গুরুতর পাপ। কোরআনে বলা হয়েছে, ‘হে মুমিনরা! আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো।’ (সুরা: তাওবা, আয়াত: ১১৯)
ইসলামে প্রতিশ্রুতি দেওয়া ও তা রক্ষা করা আমানত। নির্বাচনী প্রতিশ্রুতি মিথ্যা হলে তা শুধু ব্যক্তিগত নয়, সামাজিক ও রাজনৈতিক ক্ষতিও সৃষ্টি করে। মানুষের মধ্যে আস্থা কমে, প্রতারণার সংস্কৃতি গড়ে ওঠে এবং সমাজে হতাশা বৃদ্ধি পায়।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মুনাফিকের লক্ষণ তিনটি: মিথ্যা বলা, প্রতিশ্রুতি ভঙ্গ করা ও আমানত খিয়ানত করা। নির্বাচনকালীন মিথ্যা প্রতিশ্রুতি এই তিনটির মধ্যে পড়ে। তাই মুসলিম রাজনীতিবিদদের উচিত সত্যবাদিতা, স্বচ্ছতা ও বাস্তবতা অগ্রাধিকার দেওয়া।
সিএ/এমআর


